তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

(৫০ টি)তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: “তাহারেই পড়ে মনে” কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে মাসিক মােহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস।

বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনাে কারণে শােকাচ্ছন্ন কিংবা বেদনা-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে।

তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হােসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) কবির জীবনে প্রচ শূন্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষন্নতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। “তাহারেই পড়ে মনে” কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর।

তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষন্নতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমতি যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১. ‘মাঘের সন্ন্যাসী’ কাকে বলা হয়েছে?
উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।

প্রশ্ন-২. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?
উত্তর: উৎকন্ঠিত, ব্যাকুল, আনমনা, উদাস।

প্রশ্ন-৪. সুফিয়া কামালের জন্মসাল কত?
উত্তর: বেগম সুফিয়া কামাল ২০শে জুন ১৯১১ সালে জন্মপ্রহণ করেন।

প্রশ্ন-৫. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।

প্রশ্ন-৬. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।

প্রশ্ন ৭. সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: নভেম্বর ২০, ১৯৯৯ (বয়স ৮৮) ঢাকা, বাংলাদেশ।

প্রশ্ন-৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত ঋতুর আগমনের কথা বলা হয়েছে।

প্রশ্ন-৯, ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’— কার কথা বলা হয়েছে?
উত্তর: ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’— এখানে কবির কথা বলা হয়েছে।

প্রশ্ন-১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।

প্রশ্ন-১১. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
উত্তর : মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে

প্রশ্ন-১৪, ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘পুষ্পারতি’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ফুলের বন্দনা অর্থে ব্যবহৃত হয়েছে

প্রশ্ন-১৫. ‘অর্ঘ্য বিরচন’ অর্থ কী?
উত্তর: অর্ঘ্য বিরচন শব্দের অর্থ উপহার রচনা।

প্রশ্ন-১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন-১৭. সুফিয়া কামালের স্বামীর নাম কী?
উত্তর: সৈয়দ নেহাল হোসেনে।

প্রশ্ন-১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

কবি পরিচিতি থেকে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-২০. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কোন নারী কবি?
উত্তর: বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল।

প্রশ্ন-২১. ‘মায়া কাজল’ সুফিয়া কামালের কোন জাতীয় রচনা?
উত্তর: ‘মায়া কাজল’ সুফিয়া কামালের কাব্যগ্রন্থ।

প্রশ্ন-২২. ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামালের কোন ধরনের রচনা?
উত্তর: ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্প।

মূলপাঠ থেকে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কে সম্বোধন করেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘হে কবি’ বলে কবিভক্ত সম্বোধন করেছেন।

প্রশ্ন-২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন।

প্রশ্ন-২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন দুয়ার খুলে গেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দক্ষিণ দুয়ার খুলে গেছে।

প্রশ্ন-২৬. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’— প্রশ্নটি কার?
উত্তর: ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?’— প্রশ্নটি কবির।

প্রশ্ন-২৭. প্রকৃতিতে বাতাবি নেবুর ফুল দেখা যায় কোন ঋতুতে?
উত্তর: প্রকৃতিতে বাতাবি নেবুর ফুল দেখা যায় বসন্ত ঋতুতে।

প্রশ্ন-২৮. ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?’— কে, কাকে এ প্রশ্ন করেছেন?
উত্তর: ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?’— কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছেন।

প্রশ্ন-২৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর: ‘তাহারে পড়ে মনে’ কবিতায় কবি বাতাবি নেবুর ফুল ফোটার কথা জানতে চেয়েছেন।

প্রশ্ন-৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি আগমনী গানের কথা জানতে চেয়েছেন।

প্রশ্ন-৩১. কবি শীতকে কী রূপে কল্পনা করেছেন?
উত্তর: কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।

প্রশ্ন-৩২. কোন ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন?
উত্তর: শীত ঋতুর কারণে কবি রিক্ত ও বিষণ্ন হয়ে আছেন।

প্রশ্ন-৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য কোন পথ?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথ।

শব্দার্থ ও টীকা থেকে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-৩৪, ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অলখ’ শব্দের অর্থ— অলক্ষ বা দৃষ্টির অগোচর।

প্রশ্ন-৩৫. ‘উত্তরী’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘উত্তরী’ শব্দটির অর্থ চাদর বা উত্তরীয়।

পাঠ পরিচিতি থেকে তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-৩৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কবি সুফিয়া কামাল লিখেছেন।

প্রশ্ন-৩৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন-৩৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কততম সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।

প্রশ্ন-৩৯, ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে।

প্রশ্ন-৪০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের ছায়াপাত ঘটেছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে।

প্রশ্ন-৪১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন কীসে আচ্ছন্ন হয়ে যায়?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে যায়।

প্রশ্ন-৪২. কবি সুফিয়া কামালের কাব্য সাধনায় প্রেরণাপুরুষ কে ছিলেন?
উত্তর: কবি সুফিয়া কামালের কাব্য সাধনায় প্রেরণাপুরুষ ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন।

প্রশ্ন-৪৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাকে মনে পড়ে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির প্রিয়তম স্বামীর কথা মনে পড়ে ।

প্রশ্ন-৪৪. কার মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?
উত্তর: স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে।

প্রশ্ন-৪৫. কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত সালে মারা যান?
উত্তর: কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে মারা যান।

প্রশ্ন-৪৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। –

প্রশ্ন-৪৭. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?
উত্তর: গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর।

প্রশ্ন-৪৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কয়টি ফুলের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি তিনটি ফুলের কথা উল্লেখ করেছেন।

প্রশ্ন-৪৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে।

প্রশ্ন-৫০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি চরিত্র রয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি চরিত্র রয়েছে।

ডাউনলোড পিডিএফ


🔆🔆 আরও দেখুন: Krishi Kaje Biggan Rochona (কৃষি কাজে বিজ্ঞান রচনা)
🔆🔆 আরও দেখুন: মানুষের সুন্দর মুখ সারাংশ (PDF সহ)


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।