মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (সংক্ষিপ্ত প্রশ্ন)

মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: “মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা’ পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি’ (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে।

স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প। আহ্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্বরক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

🔆🔆 সৃজনশীল প্রশ্ন: মাসি-পিসি

অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারােগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকাচালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।

🔆🔆 আরও দেখুন: অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন PDF সহ


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


বোর্ড পরিক্ষায় আসা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কী?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কানাই।

২. ‘পাতাশূন্ট শুকনো গাছটায়’ কারা বসেছে?
উত্তর: ‘পাতাশূন্য শুকনো গাছটায়’ শকুনরা এসে বসেছে।

৩. ‘সালতি’ কী?
উত্তর: ‘সালতি’ হলো শালকাঠ বা তালকাঠ দ্বারা নির্মিত সর্ ডোঙা বা নৌকা।

৪. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র আটচল্লিশ বছর বেঁচেছিলেন।

৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

৬. কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল?
উত্তর: মাসির শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।

বিভিন্ন সরকারি কলেজে আসা মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন

৭. পাশাপাশি কয়টি সালতি ছিল?
উত্তর: পাশাপাশি দুটি সালতি ছিল।

৮. মাসি ও পিসি কীসের উপায় করেছে?
উত্তর: মাসি ও পিসি রোজগারের উপায় করেছে।

৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম ‘অতসীমামী’।

১০. ‘টিকটিকি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
উত্তর: ‘টিকটিকি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটগল্প।

১১. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সোমত্ত’ শব্দের অর্থ হলো সমর্থ (সংসার ধর্ম পালনে) যৌবনপ্রাপ্ত।

১২. মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি নিবাস কোথায়?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের আদি নিবাস ঢাকার বিক্রমপুর।

১৩. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘পূর্বাশা’ পত্রিকায়।

১৪. ‘মাসি-পিসি’ গল্পটির লেখক কে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।

১৫. ‘মাসি-পিসি’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি ‘পরিস্থিতি’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

১৬. মাসি পিসিকে কী বলে সম্বোধন করত?
উত্তর: মাসি পিসিকে বেয়াইন বলে সম্বোধন করত।

মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১৭. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল প্রগনার দুমকায় জন্মগ্রহণ করেন।

১৯. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম ‘অতসীমামী’।

২০. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৫৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

২১. ‘ব্যঞ্জন’ অর্থ কী?
উত্তর: ‘ব্যঞ্জন’ অর্থ রান্না করা তরকারি।

২২. ‘বেমক্কা’ অর্থ কী?
উত্তর: ‘বেমক্কা’ অর্থ অসংগত।

২৩. সালতি থেকে পাড়ে কী তোলা হচ্ছে?
উত্তর: সালতি থেকে পাড়ে খড় তোলা হচ্ছে।


🔆🔆আরও দেখুন: Krishi Kaje Biggan Rochona (কৃষি কাজে বিজ্ঞান রচনা)
🔆🔆আরও দেখুন: মানুষের সুন্দর মুখ সারাংশ (PDF সহ)


২৪. জগু আহ্লাদিকে কীসের ছ্যাঁকা দিত?
উত্তর: জগু আহ্লাদিকে কলকেপোড়ার ছ্যাকা দিত।

২৫. বুড়ো রহমান আহ্লাদির ফ্যাকাসে মুখে কার প্রতিচ্ছবি দেখতে পান?
উত্তর: বুড়ো রহমান আহ্লাদির ফ্যাকাসে মুখে তার মেয়ের প্রতিচ্ছবি দেখতে পান।

২৬. জগু বৌকে নেবার জন্য কী করতে চায়?
উত্তর: জগু বৌকে নেবার জন্য মামলা করতে চায়।

২৭. আহ্লাদির মা-বাবা-ভাই কী অসুখে মারা গেছে?
উত্তর: আহ্লাদির মা-বাবা-ভাই মহামারী কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে।

২৮. গী থেকে শাকসবজি ফলমূল কিনে শহরের বাজারে বিক্রি করার পরামর্শ কে দিয়েছিল?
উত্তর: গাঁ থেকে শাকসবজি ফলমূল কিনে শহরের বাজারে বিক্রি করার পরামর্শ মাসি দিয়েছিল।

২৯. আহ্লাদির সকল দায়-দায়িত্বের ভার কাদের উপর?
উত্তর: আহ্লাদির সকল দায়-দায়িত্বের ভার তার মাসি-পিসির উপর।

৩০. মাসি তার শাশুড়ি-ননদকে কীসের সাথে তুলনা করেছিলেন?
উত্তর: মাসি তার শাশুড়ি-ননদকে বাঘের সাথে তুলনা করেছিলেন।

৩১. কানাই মাসি-পিসিকে কোথায় যাওয়ার কথা বলে?
উত্তর: কানাই মাসি-পিসিকে কাছারিবাড়ি যাওয়ার কথা বলে।

৩২. মাসি কানাইদের জব্দ করতে কী নিয়ে আসে?
উত্তর: মাসি কানাইদের জব্দ করতে বটি নিয়ে আসে।

৩৩. কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?
উত্তর: কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।

৩৪. ‘মাসি-পিসি’ গল্পে বুড়ো লোকটির নাম কী?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে বুড়ো লোকটির নাম রহমান।

৩৫. সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয় কে?
উত্তর: সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টের্নে দেয় আহ্লাদি।

৩৬. খুঁটির সাথে আহ্লাদিকে বেঁধে রাখত কে?
উত্তর: খুটির সাথে আহ্লাদিকে বেঁধে রাখত তার স্বামী জগু।

৩৭. মাসি-পিসি কী বিক্রি করে জগুকে জামাই আদর করেছিল?
উত্তর: মাসি-পিসি ছাগল বিক্রি করে জগ্‌কে জামাই আদর করেছিল।

৩৮. ‘মাসি-পিসি’ গল্পে কে মামলা করবে বলে ঠিক করে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে জগু মামলা করবে বলে ঠিক করে।

৩৯. মাসি-পিসিকে পাগল করে তুলেছে কে?
উত্তর: মাসি-পিসিকে পাগল করে তুলেছে গোকুল।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।