৮ম শ্রেণীর বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণীর বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণীর বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন: সৌরজগতে পৃথিবী ব্যতীত যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও একটি বস্তুর যে আকর্ষণ তা অভিকর্ষ। তাই অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ।


৮ম শ্রেণীর বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 

প্রশ্ন ১। ৯০ কেজি ভরের চিনির বস্তা নিয়ে ৮ম শ্রেণির ছাত্র মামুনের মনে অনেক প্রশ্নের উদয় হলো। ভবিষ্যতে সে নাসার বিজ্ঞানী হতে চায়।

ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
খ. পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বস্তুটি উত্তর মেরুতে নিলে কী ধরনের পরিবর্তন হবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পদার্থ চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে নির্ণয় কর।

প্রশ্ন ২। ওহী এবং ইতমাম খেলার মাঠে পরস্পর হতে ৪০ মিটার দূরে দাঁড়িয়ে আছে। তাদের দুজনের ভর যথাক্রমে ৩৫ কেজি ও ৪০ কেজি।

ক. ভর কী?
খ. সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়—ব্যাখ্যা কর।
গ. ইতমামের চাঁদে ওজন কত হবে? নির্ণয় কর।
ঘ. ওহী এবং ইতমামের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে ২০ মিটার করলে তাদের দুজনের মধ্যকার আকর্ষণ বলের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

প্রশ্ন ৩। তওসিফ ‘একটি আম গাছে ঢিল ছুঁড়লে ৫০০ গ্রাম ভরের একটি আম মাটিতে পড়ল। তওসিফ হতে ২০ মিটার দূরে দাঁড়িয়ে জায়িদ ঘটনাটি দেখলো। তওসিফ ও জায়িদের ভর যথাক্রমে ৩৫ কেজি এবং ৪০ কেজি।

ক. মহাকর্ষ কী?
খ. কোনো বস্তু নিচের দিকে পড়ে কেন?
গ. তওসিফ ও জায়িদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? নির্ণয় কর।
ঘ. পৃথিবীপৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

প্রশ্ন ৪। ১০০ kg ভরবিশিষ্ট বস্তুর অভিকর্ষজ ত্বরণ ৯.৮ মিটার/সেকেন্ড। বস্তুটিকে চাঁদে নিয়ে যাওয়া হল, এতে ওজনের পরিবর্তন ঘটল।

ক. মহাকর্ষ কাকে বলে?
খ. স্বচ্ছ পানির নিচে থাকা মাছকে কাছে মনে হয় কেন?
গ. পৃথিবীতে উদ্দীপকের বস্তুটির ওজন নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বস্তুর ওজন চাঁদে ভিন্ন হয় কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।

প্রশ্ন ৫। দুইটি বস্তুর ভর যথাক্রমে 15 কিলোগ্রাম ও 20 কিলোগ্রাম তাদের মধ্যকার দূরত্ব’d মিটার।

ক. অভিকর্ষ কাকে বলে?
খ. গাছ থেকে কমলা মাটিতে পড়ে কেন?
গ. চাঁদে প্রথম বস্তুটির ওজন কত হবে?
ঘ. d এর মানের পরিবর্তনের সাথে বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের পরিবর্তন হবে বিশ্লেষণ করো।

প্রশ্ন ৬। দুটি বস্তু P ও Q এর ভর যথাক্রমে ৫০০ গ্রাম ও ২ কেজি। এরা পরস্পর থেকে ২ মিটার দূরে অবস্থিত।

ক. ওজনহীনতা কী?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
গ. P বস্তুর ওজন নির্ণয় কর।
ঘ. P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

উত্তর পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও অষ্টম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →