অনুচ্ছেদ রচনা ইন্টারনেট

অনুচ্ছেদ রচনা ইন্টারনেট

অনুচ্ছেদ রচনা ইন্টারনেট

বিশ্বব্যাপী যােযােগের একটি উন্মুক্ত নেটওয়ার্ক বা সংযােগ মাধ্যম হল ইন্টারনেট। বহু ব্যক্তি, তথ্য ও কম্পিউটার সংবলিত পৃথিবীব্যাপী একটি বিশাল সংশয় বা নেটওয়ার্কিং এর নাম ইন্টারনেট। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহকে অন্যান্য নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তােলাই ইন্টারনেটের কাজ। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ ও প্রেরণ করা যায়। ইন্টারনেট একটি বিশাল নেটওয়ার্কিং সিস্টেম যার বিস্তৃতি পৃথিবীময়। পৃথিবীর সব ধরনের প্রতিষ্ঠান, গ্রন্থাগার, গবেষণাগার, চিত্রশালা, বাণিজ্যিক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি পরস্পরের সাথে উন্মুক্তভাবে সংযুক্ত হয়ে আছে ইন্টারনেটের মাধ্যমে। তাই শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, কৃষি, তথ্য, বিনােদন, সকল ক্ষেত্রের মানুষই একে নিজ নিজ প্রয়ােজনে কাজে লাগায়। ইন্টারনেট ব্যবহারের জন্যে—ইন্টারনেট সার্ভিস দেয় এমন কোনাে প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট মাসিক ফী-র বদলে অন-লাইন বা অফ-লাইন (ই-মেইল) যে-কোনােটির সংযােগ নিতে হয়। ইন্টারনেটের মাধ্যমে নানারকম সুযােগ-সুবিধা পাওয়া যায়। ইন্টারনেটে নিউজগুপ ব্যবহার করে বিশ্বের খবরাখবর জানা যায়। লেখা ও গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়ােজন হল যথার্থ বই। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে বসে আমেরিকার ইউনাইটেড স্টেট অব কংগ্রেস লাইব্রেরি বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিশ্বের যে কোনাে দুষ্প্রাপ্য পড়া এবং তথ্যাদি জানা যায়। এর সাহায্যে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার লেনদেন সম্পাদন করা যায়। ইন্টারনেটের সুবাদে ঘরে বসেই উন্নত চিকিৎসা লাভ করা যায়। বর্তমানে অন-লাইনব্যাংকী বেশ জনপ্রিয়। এর মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সকল প্রকার বিল পরিশােধ করা যায়। তাছাড়া বিভিন্ন ধরনের খেলা, গান শােনা, সিনেমা দেখা, রান্না শেখা, ফ্যাশন সম্পর্কে জানা এমনকি বিয়ের সম্পর্কও করা যায় ইন্টারনেটের মাধ্যমে। এভাবেই ইন্টারনেট বিভিন্ন কাজের এক সহজ মাধ্যম হিসেবে সুযােগ সৃষ্টি করেছে। বাংলাদেশে দিন দিন এর ব্যাপক প্রসার ঘটছে। বস্তুত সমগ্র বিশ্বে তথ্য আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, যােগাযােগসহ সকল ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার দিন-দিন বেড়েই চলছে।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *