৮ম শ্রেণি: শিল্পকলার নানা দিক গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

শিল্পকলার নানা দিক গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

শিল্পকলার নানা দিক গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক শিল্পকলার নানা দিক তুলে ধরে সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন। পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা।

চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সংগীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয়। প্রকৃতিজগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে। সেটি দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। শিল্পকলার বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির সেই প্রক্রিয়া। কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়।

আর সুন্দরের বোধ মানুষের মনকে যেমন তৃপ্ত করে, তেমনি মানুষকে করে তোলে পরিশীলিত। একটি দেশ ও দেশের মানুষকে জানা তাই লেখক মনে করেন, শিল্পকলা চর্চা সকলের জন্য অপরিহার্য। যায় তার শিল্পকলা চর্চার ধরন দেখে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


শিল্পকলার নানা দিক গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
উত্তর: সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম ‘নন্দনতত্ত্ব’।

প্রশ্ন ২। তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন কোথায় পাওয়া যায়?
উত্তর: তালাপাতায় আঁকা বহু ছবির নিদর্শন পাওয়া যায় পুরনো পুঁথিতে।

প্রশ্ন ৩। সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
উত্তর: সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম নন্দনতত্ত্ব ।

প্রশ্ন ৪। আমাদের দেশে কিসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল?
উত্তর: আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল।

প্রশ্ন ৫। বর্তমানে ছবি আঁকার অত্যন্ত প্রিয় রং কোনটি?
উত্তর: বর্তমানে ছবি আঁকার অত্যন্ত প্রিয় রং হচ্ছে জল রং।

প্রশ্ন ৬ ৷ ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের লেখকের নাম কী?
উত্তর: ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের লেখকের নাম মুস্তাফা মনোয়ার।

প্রশ্ন ৭। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’— এটি কার গান?
উত্তর: এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান।

প্রশ্ন ৮। আনন্দ প্রকাশ কিসের প্রকাশ?
উত্তর: আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতার প্রকাশ।

প্রশ্ন ৯। কখন মানুষ মনকে নানারূপে প্রকাশ করতে চায়?
উত্তর: আনন্দ পেলে মানুষ মনকে নানারূপে প্রকাশ করতে চায়।

প্রশ্ন ১০। শিল্পকলার কোন অর্থ আমরা বুঝতে পারি?
উত্তর: শিল্পকলার অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি।

প্রশ্ন ১১। নিয়ম মেনেও ফুল কীভাবে ফুটে ওঠে?
উত্তর: নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে।

প্রশ্ন ১২। কীভাবে সুন্দরের বিশেষ নিয়মগুলো জানা যাবে?
উত্তর: সুন্দর দেখতে দেখতেই সুন্দরের বিশেষ নিয়মগুলো জানা যাবে।

প্রশ্ন ১৩। সব সুন্দরই কী?
উত্তর: সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে।

প্রশ্ন ১৪। কিসের সমন্বয়ে শিশুরা ছবি আঁকে?
উত্তর: কল্পনা আর বাস্তবের সমন্বয়ে শিশুরা ছবি আঁকে ৷

প্রশ্ন ১৫। জল রং কিসের মাধ্যম?
উত্তর: জল রং চিত্রকলার মাধ্যম।

প্রশ্ন ১৬। পুরাকালে বাংলাদেশের শিল্পীরা কোন মাধ্যমে ছবি আঁকত?
উত্তর: পুরাকালে বাংলাদেশের শিল্পীরা জল রং দিয়ে ছবি আঁকত।

প্রশ্ন ১৭। শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোকে কী বলে?”
উত্তর: শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোকে ভাস্কর্য বলে।

প্রশ্ন ১৮। সকল শিল্পীর দায়িত্ব কী?
উত্তর: সকল শিল্পীর দায়িত্ব হলো দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →