বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf

বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন ড. আইনুল ইসলাম এর লেখা বাগান, ফুল ও ফল চাষ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf এর ভূমিকা

ছাগল পালন আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের লক্ষ লক্ষ পরিবার ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছে।

ব্যক্তি-পরিবার থেকে শুরু করে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ছাগল পালনের অবদান অনেক। ছাগলের দুধ, মাংস, চামড়া সবকিছুই প্রয়ােজন।

ছাগলের দুধে যেসব খাদ্য উপাদান আছে, অন্য অনেক খাদ্যে তা নেই। গ্রামীন অর্থনীতিতে ছাগল পালন তাই অতি জরুরী।

এসব দিক বিবেচনা করে ছাগল পালনের উপর পুর্ণাঙ্গ বই রচিত হলাে। বইয়ে ছাগলের পরিচয়, পালন, খামার ব্যবস্থাপনা, ছাগল পালন পদ্ধতি, ও পরিচর্যা, ছাগলের খাদ্য উৎস, বংশবিস্তার, ছাগলের মাংস, দুধ, চামড়া এগুলাে আলােচনা সহ বিভিন্ন রােগ ও তাঁর প্রতিরােধ বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে বিভিন্ন রােগের অ্যালােপ্যাথিক ও হােমিওপ্যাথিক চিকিৎসাও তুলে ধরা হয়েছে।

বইটি পাঠককুল, ছাগল খামার ব্যবস্থাপকবৃন্দও পশু চিকিৎসকদের প্রয়ােজনে আসবে বলে আমি আশাবদী।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf এর কিছু অংশ

আমাদের দেশে বিভিন্ন ধরনের পশু গৃহে পালন করা হয়ে থাকে। যেমন : গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর, গাধা, উট, ঘােড়া, কুকুর, বিড়াল, খরগােশ ইত্যাদি। এ সকল প্রাণী গৃহে পালন করা হয় বলে এদেরকে ‘গৃহপালিত পশু’ বা (Domestic Aninal) বলা হয়। এরা সহজেই পােষ মানে।

গরু, মহিষ ও ছাগল থেকে মাংস এবং দুধ পাওয়া যায়। কুকুর ও বিড়াল শখ করে পালন করা হয়। ঘােড়া পরিবহণ ও দৌড় প্রতিযােগিতায় ব্যবহার করা হয়। ভেড়া থেকে পশম, দুধ ও মাংস পাওয়া যায়। মহিষধানত হালচাষ ও গ্রামীণ পরিবহণে ব্যবহৃত হয়।

গৃহপালিত পশু থেকে দুধ, মাংস ছাড়াও নানা প্রকার উপজাত দ্রব্য, যেমন শিং, চামড়া খুর, পশম, রক্ত, দাঁত, হাড়, নাড়িভুড়ি ও মল পাওয়া যায় দুধ ও মাংস। মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। উপজাত দ্রব্য থেকে নানাবিধ প্রয়ােজনীয়। শিল্পসামগ্রী প্রস্তুত করা হয়। অর্থনৈতিক উন্নয়নসহ বেকারত্ব দূরীকরণে গৃহপালিত পশু পালন বেশ লাভজনক।

যেসব পশু অর্থনেতিক বা চিত্তবিনােদনের উদ্দেশ্যে গৃহে পালন করা হয় এবং যেগুলাের দ্বারা উপকার পাওয়া যায় তাকে লাইস্টক’ বা ‘গৃহপালিত পশু বলে। যেমন : গরু, মহিষ, ভেড়া, ছাগল, ঘােড়া, শুকর, গাধা, উট, বিড়াল, খরগােশ ইত্যাদি।

আমাদের দেশে গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহপালিত পশু পালনের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে এখনাে আধুনিক পদ্ধতিতে পশু পালনের প্রচলন ব্যাপকতা লাভ করতে পারে নি। এর অন্যতম কারণ পশু পালনের গুরুত্ব আমরা এখনাে পুরােপুরি অনুধাবন করতে পারি নি।

বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড


🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড

কপিরাইট সমস্যার কারণে অনেক সময় উপরের ডাউনলোড লিংক কাজ না ও করতে পারে। উপরের ডাউনলোড লিংক কাজ না করলে নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করতে পারবেন। 

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *