গণিত ৩য় অধ্যায়: বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান

বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান

গণিত ৩য় অধ্যায় বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান: প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবােধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয় । যেমন : 2a + 3b – 4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে a, b, c, p, q, r, m, n, x, y, z, … ইত্যাদি বর্ণমালার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলাে ধ্রুবক (constant), এদের মান নির্দিষ্ট।

উৎপাদক: যদি একটি রাশি দুই বা ততােধিক রাশির গুণফলের সমান হয়, তাহলে শেষােক্ত রাশিগুলাের প্রত্যেকটিকে প্রথমােক্ত রাশির উৎপাদক গুণনীয়ক বলে। যেমন : a^2 + a – 6 = (a + 3) (a – 2) এখানে, a + 3 এবং a – 2 হচ্ছে a^2 + a – 6 এর দুইটি উৎপাদক।

উৎপাদকে বিশ্লেষণ: কোন বীজগণিতীয় রাশির সবগুলাে সম্ভাব্য উৎপাদক বের করে একে লব্ধ উৎপাদকগুলাের গুণফলরূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়।

এ অধ্যায়ের শিখনফল,

  • বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
  • বর্গ ও ঘন নির্ণয় করার সূত্রাবলি শিখতে পারবে।
  • উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল জানতে পারবে।
  • বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়ােগ করতে পারবে।

সমাধান পিডিএফ


►► অধ্যায় ১: বাস্তব সংখ্যা
►► অধ্যায় ২: সেট ও ফাংশন
►► অধ্যায় ৩: বীজগাণিতিক রাশি
►► অধ্যায় ৪: সূচক ও লগারিদম
►► অধ্যায় ৫: এক চলক বিশিষ্ট সমীকরণ
►► অধ্যায় ৬: রেখা, কোণ ও ত্রিভূজ
►► অধ্যায় ৭: ব্যবহারিক জ্যামিতি
►► অধ্যায় ৮: বৃত্ত
►► অধ্যায় ৯: ত্রিকোণমিতিক অনুপাত
►► অধ্যায় ১০: দূরত্ব ও উচ্চতা


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

ssc suggestion 2022

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →