আম আঁটির ভেঁপু pdf ডাউনলোড

আম আঁটির ভেঁপু pdf

আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা শিশু-কিশোর বই বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে আম আঁটির ভেঁপু pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

আম আঁটির ভেঁপু pdf এর কিছু অংশ

মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝােপে ঝাপে ঘেরা সর, মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লােক সরস্বতীপূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল।

দলের একজন বলিল—ওহে হরি, ভূষণে গােয়ালার দরুন কলাবাগানটা তােমরা কি ফের জমা দিয়েচো নাকি ? হরিহর সায়াচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ?

ও খােকা, খােকা-আ-আপথের বাঁকের আড়াল হইতে একটি ছয়-সাত বছরের ফুটফুটে সুন্দর, ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল—আবার পিছিয়ে পড়লে এরি মধ্যে।

ছেলেটা বলিলবনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান ? হরিহর প্রশ্নের দিকে কোনাে মনোযােগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল—কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে ? বড়বড় কান ?

হরিহর বলিল—কি জানি বাবা, তােমার কথার উত্তর দিতে আমি আর পারিনে। সেই বেরিয়ে অবধি শুরু করেচো এটা কি, ওটা কি ; কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেচি ?••• নাওঁ এগিয়ে চল দিকি বালক বাবার কথায় আগে-আগে চলিল।

হঠাৎ এক উলুখড়ের ঝােপের দিকে আঙুল তুলিয়া চীৎকার করিতে করিতে ছুটিয়া গেল—ঐ যাচ্ছে বাবা, দ্যাখাে বাবা, ঐ। গেল বাবা বড় বড় কান, ঐতাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল—উহউহ-উকাঁটা কাঁটা-কাঁটা—পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল—আঃ বন্ড বিরক্ত কল্লে দেখছি তুমি, একশােবার বারণ কচি তা তুমি কিছুতেই শুনবে না, ঐ জন্যেই তাে আনতে চাচ্ছিলাম না ! বালক উৎসাহে ও আগ্রহে উজ্জল মুখ উচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিলকি বাবা ? হরিহর বলিল—কি তা কি আমি দেখেছি ? শওরটুওর হবেনাও চলাে, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটে —শওর না বাবা, ছােট্ট যে-পরে সে নিচু হইয়া দষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল।

চলচল—হা আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে, চল দিকি।••• নবীন পালিত বলিল – ও হল খরগােস, থােকা, খরগােস। এখানে খড়ের ঝােপে খরগােস থাকে, তাই। বালক বণ পরিচয়ের ‘খ’-এ খরগােসের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার। 

আম আঁটির ভেঁপু pdf ডাউনলোড



🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *