নবি জীবনের গল্প pdf ডাউনলোড

নবি জীবনের গল্প আরিফ আজাদ এর লেখা সীরাতে রাসুল ﷺ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে নবি জীবনের গল্প pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

নবি জীবনের গল্প pdf নিয়ে প্রকাশকের কিছু কথা

কিছুদিন আগের কথা। ঘটা করে ফ্রান্স সরকার মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে উস্কে দিতে শুরু করলাে সারা দুনিয়ার মুসলিমদেরকে। জীবনের চাইতেও যে মানুষটিকে বেশি ভালােবাসে এই উম্মাহ এবং যিনি সেই ভালােবাসা পাওয়ার পূর্ণ হকদার—তার ব্যাপারে এমন নিন্দামন্দ সত্যিই বেদনাদায়ক! ফ্রান্স-সহ তাদের সহযােগীদের এই কূটকৌশল যদিও বা নতুন কিছু নয়, তবু এমন ন্যক্কারজনক ঘটনা নিঃসন্দেহে সকল ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।

ফ্রান্সের এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে তীব্র হুংকার দিয়ে গর্জে ওঠে মুসলিম সম্প্রদায়। বয়কট ফ্রান্স এবং ‘বয়কট ফ্রান্স প্রােডাক্টস’-এর স্লোগান তারা ছড়িয়ে দেয় সারা দুনিয়ায়। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মুসলিমরা দলে দলে যােগ দেয় সেই আহ্বানে।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান নিয়ে কটুক্তি করায় এই যে আমাদের। দারুণ এক প্রতিক্রিয়া—এটা নিঃসন্দেহে ঈমানের একটি বহিঃপ্রকাশ। তবে দুঃখ এবং আশ্চর্যের ব্যাপার হলাে, ফ্রান্স ইস্যুতে আমরা যেভাবে আমাদের নবিপ্রেম প্রদর্শন করেছি, সেভাবে নবিপ্রেম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনেও দেখাতে পারতাম, নববি জীবনকে যদি ধারণ করতে পারতাম আমাদের যাপিত জীবনে, নবিজির আদর্শকে যদি বাস্তবায়ন করা যেতাে জীবনের অলিতে-গলিতে, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণের দরজা আমাদের জন্য উন্মুখ হয়ে যেতাে।

কিন্তু কী আফসােস! নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসৃত পথ এবং পদ্ধতিকে বাদ দিয়ে আমরা থিতু হয়েছি পশ্চিমা মত এবং পথে, যার গোঁড়া প্রােথিত রয়েছে নবিজিকে নিয়ে নানান সময়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা ওই ফ্রান্স কলােনিতে। আমরা ফ্রান্সের পণ্য হয়তাে বর্জন করেছি, কিন্তু মন ও মগজে তাদের যে বিষাক্ত বীজ বয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত, তা বর্জনের কথা কোনােদিনও কি চিন্তা করেছি?

তাহলে সত্যিকার মুক্তি কীসে?
 

সত্যিকার মুক্তি আসলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মাঝে। মহামানবের সেই মহাজীবনকে নিজের ভেতরে ধারণ করতে পারার মাঝেই নিহিত প্রভূত কল্যাণ! ফ্রান্সের পণ্যের বিপরীতে বিকল্প পণ্য হয়তাে দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে এবং তা অঢেল ও গুণে-মানেও সেরা, কিন্তু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন অনুসরণ ব্যতিরেকে আমাদের সামনে অন্যকোনাে পথ খােলা নেই। আমরা কেবল তারই দেখানাে পথ অনুসরণ করে পৌঁছাতে পারবাে আমাদের পরম আকাঙ্ক্ষিত মানজিল—জান্নাতে।

 
আমাদের ধারণা, নবি-জীবন কেবল নবিজিকে ভালােবাসার মধ্যেই সীমাবদ্ধ। তা কিন্তু সত্য নয়। নবিজির জন্য ভালােবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমরা নিজেদের মধ্যে নবিজির সুন্নাহকে, তার জীবনকে ধারণ করতে পারব। সত্যিকারের মুক্তি তাে সে পথে, যে পথে পদচিহ্ন রেখে গিয়েছেন জগতের শ্রেষ্ঠ মানুষটি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জীবনে সর্বদা, সর্বাবস্থায় প্রাসঙ্গিক। ভােরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমুতে যাওয়া পর্যন্ত সবখানেই আছে নবিজির বাতলে দেওয়া পদ্ধতি। সুতরাং, নবি-জীবনকে স্রেফ মুখের ভালােবাসায় বন্দী করে ফেললে তা নিরেট বােকামি বৈ কিছু নয়।
 
আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গগুলােতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতােভাবে যে প্রাসঙ্গিক তা তুলে ধরবার একটি প্রয়াসের নাম নবি-জীবনের গল্প। আমাদের পারস্পরিক সম্পর্কের মাঝে, আমাদের প্রতিদিনকার লেনদেনে, মেলামেশায়, ওঠা-বসায় নবিজি কী দারুণভাবে যে মুখর হয়ে ওঠেন তা এই বইটির মুখ্য আলােচনা। যদিও এটা নবি-জীবনের বিবরণীমূলক কোনাে জীবনীগ্রন্থ নয়, তবু এখানে উঠে এসেছে প্রিয় নবিজির জীবনে ঘটে যাওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ দিক, যা আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে অনুপস্থিত।
 

🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top