মানুষের সুন্দর মুখ সারাংশ (PDF সহ)

মানুষের সুন্দর মুখ সারাংশ

মানুষের সুন্দর মুখ সারাংশ আসন্ন এইচএসসি পরিক্ষার জন্য খুবই ইমপরট্যান্ট। আজকের আর্টিকেলে মানুষের সুন্দর মুখ সারাংশ শেয়ার করা হয়েছে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব, তার স্পর্শ, তার রীতি-নীতিতে মানুষ ঘৃণা করে। দুঃস্বভাবের মানুষ মনুষ্যের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয়, তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না। অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালবাসে। স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই। নইলে শয়তানকে পরাজিত করা সম্ভব নয় । যে স্বভাব গঠনে চেষ্টা করে, চিন্তা করে, সে এবাদত বা উপাসনা করে।

মানুষের সুন্দর মুখ সারাংশ

মানুষের জীবনে সুন্দর মুখের চেয়ে স্বভাবের সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বভাবের সুন্দরই প্রকৃত সুন্দর। নিজের স্বভাব ভালাে না হলেও মানুষ স্বভাবের ভালাে দিক ভালােবাসে। তাই প্রত্যেকের উচিত পরিশ্রম ও সাধনার মাধ্যমে সুন্দর স্বভাব গড়ে তােলা।

মানুষের সুন্দর মুখ সারাংশ PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির প্রশ্নোত্তর ও সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন।


🔰🔰 আরও দেখুন: চিঠি লেখার নিয়ম। পত্র লেখার সঠিক নিয়ম জানুন
🔰🔰 আরও দেখুন: সিরাজউদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর (পিডিএফ সহ)

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →