স্টোরি অব বিগিনিং pdf

স্টোরি অব বিগিনিং pdf ডাউনলোড

স্টোরি অব বিগিনিং আলী আহমাদ মাবরুর (অনুবাদক) এর লেখা ইসলাম প্রসঙ্গ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে স্টোরি অব বিগিনিং pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

স্টোরি অব বিগিনিং pdf নিয়ে প্রকাশকের কিছু কথা

“নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবী সৃষ্টিতে এবং দিবা-রাত্রির আবর্তনে বােধসম্পন্ন লােকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং মহাকাশ ও পথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে- হে আমাদের প্রতিপালক! এ সবকিছু তুমি অনর্থক সৃষ্টি করােনি। সব পবিত্রতা একমাত্র তােমারই। আমাদের তুমি দোজখের শাস্তি হতে বাঁচাও।’ সূরা আলে ইমরান ১৯০-৯১

 
দুর্ভাগ্যজনকভাবে আজকের দুনিয়ার মুসলমানরা আল্লাহ রাব্বল আলামিনের সৃষ্টিতত্ত্ব ও নিদর্শন নিয়ে অধ্যয়ন ও গবেষণা থেকে অনেক দূরে। অথচ জীবনের লক্ষ্য-উদ্দ্যেশ্য ও গন্তব্য ঠিক করে নিতে এসব জ্ঞান মুমিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। জ্ঞানের অনেক শাখার ভিড়ে এসব জ্ঞানের চর্চা সময়ের অনিবার্য দাবি।
 
উত্তর আমেরিকার তরুণ স্কলার শাইখ ওমর সুলেইমান হারিয়ে যাওয়া এই আলােচনা নতুন করে মুসলিম মানসে ফিরিয়ে আনার একটা উদ্যোগ নিয়েছেন। প্রখ্যাত স্কলার ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ ‘বিদায়া ওয়ান নিহায়া’র ওপর ভিত্তি করে শাইখ ওমর সুলেইমান বাইয়্যিনা টিভিতে ৭০ পর্বের ধারাবাহিক বক্তব্যে সৃষ্টিতত্ত্বের প্রাসঙ্গিক আলােচনা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সাধারণত এমন আলােচনা গুরুগম্ভীর ও নিরস হয়; কিন্তু এখানে প্রাণ আছে, গতি আছে, রহস্য আর গভীরতা আছে। সম্মানিত পাঠকবৃন্দ এক নতুন আঙ্গিকে জ্ঞান জগতের অন্যতম একটা অংশকে আত্মস্থ করে ঋদ্ধ হবেন, ইনশাআল্লাহ।
 
এই বইটির পেছনের কারিগর ইবনে সিনা ট্রাস্ট-এর সিনিয়র এজিএম জনাব জাহিদুর রহমান। লেখকের অনুমতিসহ অনুবাদের কাজটা তিনিই শুরু করেছিলেন। আলী আহমাদ মাবরুর ভাই তাঁর স্বভাব-গুণে একটা প্রাণবন্ত অনুবাদ উপহার দিয়েছেন। গার্ডিয়ান এই বইটার সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত। বইটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্টোরি অব বিগিনিং pdf এর ভূমিকা

মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিই এক একটি নতুন বিস্ময়। সৃষ্টিজগতের যেকোনাে একটি অংশ নিয়ে চিন্তা-গবেষণা করলে এর পেছনের মহান কারিগরের সন্ধান পাওয়া যায়। মহান আল্লাহ রাব্দুল আলামিন কালামে পাকে অনেক জায়গায় তাঁর সৃষ্টি সম্পর্কে জানা এবং চিন্তা-গবেষণা করার তাগিদ দিয়েছেন। যেসব মানুষ আল্লাহর সান্নিধ্য পাওয়ার প্রত্যাশায় তাঁর সৃষ্টিজগৎ নিয়ে কাজ করছেন, তিনি তাদেরকে এক ধরনের বিশেষ মর্যাদাবান মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির ইবনে কাসির (রহ.) তাঁর রচিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আল্লাহ তায়ালার সষ্টিজগৎ সম্পর্কে বিস্তারিত আলােচনা করেছেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির (রহ.)-এর এই গ্রন্থটি মােট ১০ খণ্ডে সমাপ্ত করেছেন। উত্তর আমেরিকার ইসলামিক স্কলার শাইখ ওমর সুলেইমান এই গ্রন্থ অবলম্বনে প্রায় দুবছরব্যাপী ‘The Beginning and Ends’ শিরােনামে আলােচনা উপস্থাপন করেন। সিরিজটি পাঠক-শ্রোতাদের মাঝে ব্যাপক গ্রহণযােগ্যতা অর্জন করে।

আমি শাইখ ওমর সুলেইমানের বক্তব্য শুনি বহুদিন থেকে। বিষয়ভিত্তিক আলােচনায় তাঁর তথ্যবহুল ও প্রাঞ্জল উপস্থাপনা শ্রোতাদের আকৃষ্ট করে। বিশেষ করে তাঁর আরবি ও ইংরেজি বলার ধরন আমার কাছে মােহনীয় মনে হয়। The Beginning and Ends’ শিরােনামে তাঁর লেকচার সিরিজটি যখন শুনছিলাম, তখনই মনে হয়েছে- জ্ঞানের মণিমুক্তা ছাড়ানাে এ সিরিজটি যদি বাংলায় অনুবাদ করা যায়, তাহলে বাংলাভাষী পাঠকদের জ্ঞানের রাজ্যে একটি নতুন সংযােজন হবে।

পরবর্তীকালে ওমর সুলেইমানকে ই-মেইল করে সিরিজটি বাংলায় অনুবাদ করার অনুমতি চাই। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে অনুমতি প্রদান করেন, সেইসঙ্গে তাঁর বর্তমান কাজগুলােকে বাংলায় অনুবাদের বিষয়ে তাঁর সম্মতির কথা জানান।

 
পরবর্তীকালে প্রিয়মুখ আলী আহমাদ মাবরুর অত্যন্ত যত্নসহকারে পেরেশানি ও পেশাদারিত্বের সাথে অনুবাদের কাজটি সম্পন্ন করেছেন এবং গার্ডিয়ান পাবলিকেসন্স বইটি পাঠকদের কাছে তুলে দেওয়ার অভিভাবকত্ব গ্রহণ করেছেন। এ জন্য তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলী আহমেদ মাবরুরের অনুবাদ গতিময় ও সুখপাঠ্য। ইতােমধ্যে তাঁর অনূদিত বেশ কয়েকটি বই পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। আশা করি এই বইটিও পাঠকদের আশা ও তৃষ্ণা মেটাতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
 
বইটি পাঠকদের চিন্তা ও কর্ম পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম অবদান রাখতে পেরেছে জানলে আমাদের চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। হে আমাদের প্রতিপালক! এই বইটি তােমার সন্তুষ্টির জন্য কবুল করাে। (আমিন)
 

🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *