সমাজবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায় এর জ্ঞান মূলক প্রশ্ন সমূহ

সমাজবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায় এর জ্ঞান মূলক প্রশ্ন সমূহ

আসাসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে একাদশ-দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান বই এই ১ম পত্রের ৩য় অধ্যায় এর জ্ঞান মূলক প্রশ্ন সমূহ শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

সমাজবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায় এর জ্ঞান মূলক প্রশ্ন সমূহ

ইবনে খালদুন

প্রশ্ন-১, ইবনে খালদুন জন্মগ্রহণ করেন কখন?
উত্তর: ইবনে খালদুন ১৩৩২ খ্রিষ্টাব্দের ২৭ মে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২, ইবনে খালদুন রচিত ‘কিতাব-আল-ইবার’ গ্রন্থটি কয়টি পর্যায়ে বিভক্ত?
উত্তর: ইবনে খালদুন রচিত কিতাব-আল-ইবার গ্রন্থটি তিনটি পর্যায়ে বিভক্ত।

প্রশ্ন-৩, ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ ইবনে খালদুন রচিত বিখ্যাত গ্রন্থটির নাম হলাে ‘আল-মুকাদ্দিমা’।

প্রশ্ন-৪, আল-আসাবিয়া’ ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: আল-আসাবিয়া ধারণাটি সমাজবিজ্ঞানের আদি জনক ইবনে খালদুনের।

প্রশ্ন-৫, সমাজবিজ্ঞানের আদি জনক কাকে বলা হয়?
উত্তর: সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয় ইবনে খালদুনকে।

প্রশ্ন-৬, আল আসাবিয়া’ প্রত্যয়টির বাংলা পরিভাষা কী?
উত্তর: আল-আসাবিয়া’ প্রত্যয়টির বাংলা পরিভাষা হচ্ছে সামাজিক সংহতি।

প্রশ্ন-৭, ইবনে খালদুন কার অনুসারী ছিলেন?
উত্তর: ইবনে খালদুন ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটলের অনুসারী।

প্রশ্ন-৮, আল-উমরান’ অর্থ কী?
উত্তর: আল-উমরান’ অর্থ সংস্কৃতি বিজ্ঞান।

প্রশ্ন-৯, ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন?
উত্তর: ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল ১২০ বছর বলেছেন।

প্রশ্ন-১০, বাদওয়া’ ও ‘হারদা’ নামক দুটি নতুন ধারণার জন্ম দেন কে?
উত্তর: বাদওয়া’ ও ‘হারদা’ নামক দুটি নতুন ধারণার জন্ম দেন ইবনে খালদুন।

প্রশ্ন-১১. গােষ্ঠী সংহতির মূল উৎস কী?
উত্তর: গােষ্ঠী সংহতির মূল উৎস রক্তসম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য।

প্রশ্ন-১২. ইবনে খালদুন সমাজ গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর: ইবনে খালদুন সমাজ গবেষণায় ঐতিহাসিক বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণ করেন।

অগাস্ট কোৎ

প্রশ্ন-১৩, সমাজবিজ্ঞান শাস্ত্রের জনক কে?
উত্তর: সমাজবিজ্ঞান শাস্ত্রের জনক ফরাসি দার্শনিক ও সমাজতাত্ত্বিক অগাস্ট কোঁৎ।

প্রশ্ন-১৪. Positive Philosophy গ্রন্থের লেখক কে?
উত্তর: Positive Philosophy গ্রন্থের লেখক হলেন অগাস্ট কোৎ।

প্রশ্ন-১৫, অগাস্ট কোঁৎ বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেন কোন স্তরকে?
উত্তর: অগাস্ট কোঁৎ বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেন দৃষ্টবাদী স্তরকে।

প্রশ্ন-১৬. সামাজিক স্থিতিশীলতা কীসের সাথে সম্পর্কিত?
উত্তর: সামাজিক স্থিতিশীলতা সমাজকাঠামাের নিয়মশৃঙ্খলা ও স্থিতির সাথে সম্পর্কিত।

প্রশ্ন-১৭. দৃষ্টবাদের জনক কে?
উত্তর: দৃষ্টবাদের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।

প্রশ্ন-১৮, দৃষ্টবাদে কীসের অস্তিত্ব নেই?
উত্তর: দৃষ্টবাদে অতি প্রাকৃত বা অলৌকিক প্রপক্ষের অস্তিত্ব নেই।

প্রশ্ন-১৯. অগাস্ট কোঁৎ-এর মতে মানবসমাজের আদি স্তর কোনটি?
উত্তর: অগাস্ট কোঁৎ-এর মতে মানব সমাজের আদি স্তর হচ্ছে ধর্মতত্ত্বসম্বন্ধীয় স্তর।

প্রশ্ন-২০, অগাস্ট কোঁতের ত্রয়স্তর সূত্রের প্রথম স্তরটির নাম কী?
উত্তর: অগাস্ট কোঁতের ত্রয়স্তর সূত্রের প্রথম স্তরটির নাম ‘ধর্মতাত্ত্বিক স্তর।

প্রশ্ন-২১. কোঁৎ-এর মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় কোনটি?
উত্তর: কোং-এর মতে, মানবসভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায় হলাে দৃষ্টবাদী স্তর।

প্রশ্ন-২২, সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
উত্তর: ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছে।

হর্বাট স্পেন্সার

প্রশ্ন-২৩. ইংরেজ সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর: হার্বাট স্পেন্সারকে ইংরেজ সমাজবিজ্ঞানের জনক বলা হয়।

প্রশ্ন-২৪, বিবর্তনবাদের মূল প্রবক্তা কে?
উত্তর: বিবর্তনবাদের মূল প্রবক্তা ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন।

প্রশ্ন- ২৫, উনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রধান দার্শনিক ছিলেন কে?
উত্তর: উনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রধান দার্শনিক ছিলেন হার্বার্ট স্পেন্সার।

প্রশ্ন-২৬, সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী?
উত্তর:সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।

প্রশ্ন-২৭, Social Statics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Social Statics’ গ্রন্থের রচয়িতা ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সর।

প্রশ্ন-২৮, ‘First Principles’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘First Principles’ গ্রন্থটির রচয়িতা ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার।

প্রশ্ন-২৯. হার্বার্ট স্পেন্সারের মতবাদের কেন্দ্রীয় বিষয়বস্তু কী?
উত্তর: হার্বাট স্পেন্সারের মতবাদের কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে বিবর্তনবাদ।

প্রশ্ন-৩০, বির্তনের দিক থেকে স্পেন্সার কয় ধরনের সমাজকে চিহ্নিত করেন?
উত্তর: বিবর্তনের দিক থেকে স্পেন্সার চার ধরনের সমাজকে চিহ্নিত করেন।

প্রশ্ন-৩১. বিবর্তনবাদের ব্যাখ্যায় হার্বার্ট স্পেন্সার কয়টি প্রকল্পের নাম বলেছেন?
উত্তর: বিবর্তনবাদের ব্যাখ্যায় হার্বার্ট স্পেন্সার চারটি প্রকল্পের নাম বলেছেন।

প্রশ্ন-৩২ হাবার্ট স্পেন্সার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?
উত্তর: হাবার্ট স্পেন্সর বিবর্তনের চারটি ধরনের কথা বলেছেন।

এমিল ডুর্খেইম

প্রশ্ন-৩৩, ক্রিয়াবাদের জনক কে ?
উত্তর: ক্রিয়াবাদের জনক হলেন ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম।

প্রশ্ন-৩৪. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হবে সামাজিক সত্য’—এ ধারণাটি কে পােষণ করতেন?
উত্তর: সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হবে সামাজিক সত্য’—এ ধারণাটি পােষণ করতেন এমিল ডুর্খেইম।

প্রশ্ন-৩৫, ডুখেইমের সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কী?
উত্তর: ডুখেইমের সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় সামাজিক ঘটনা।

প্রশ্ন-৩৬. ডুর্খেইমের মতে মানবসমাজে কত ধরনের সামাজিক সংহতি দেখা যায়?
উত্তর: ডুখেইমের মতে মানবসমাজে দুই ধরনের সামাজিক সংহতি দেখা যায়।

প্রশ্ন-৩৭. এমিল ডুর্খেইম শ্রমবিভাজনের কয়টি অস্বাভাবিক রূপ চিহ্নিত করেছেন?
উত্তর: এমিল ডুর্খেইম শ্রমবিভাজনের দুইটি অস্বাভাবিক রূপ চিহ্নিত করেছেন।

প্রশ্ন-৩৮. নৈরাজ্যমূলক আত্মহত্যা কী?
উত্তর: কোনাে দেশের অর্থনৈতিক মন্দা বা সংকটের জন্য ব্যক্তির স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়াই হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা।

প্রশ্ন-৩৯, পরার্থপর আত্মহত্যা কী?
উত্তর: দেশ বা সমাজের কল্যাণের জন্য স্বেচ্ছায় আত্মত্যাগ করাই হচ্ছে পরার্থপর আত্মহত্যা।

কার্ল মার্কস

প্রশ্ন-৪০, কার্ল মার্কস শ্রেণির কয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?
উত্তর: কার্ল মার্কস শ্রেণির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন।

প্রশ্ন-৪১, শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: শ্রেণি সংগ্রাম তত্ত্বের প্রবক্তা হলেন কার্ল মার্কস।

প্রশ্ন-৪২. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে?
উত্তর: কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয়।

প্রশ্ন-৪৩. ‘The Communist Manifesto’বইটি কার লেখা?
উত্তর: The Communist Manifesto’বইটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের লেখা।

প্রশ্ন-৪৪. কার্ল মার্কসের সামাজিক বিবর্তনের ধারণা দাঁড়িয়ে আছে কীসের ওপর?
উত্তর: কার্ল মার্কসের সামাজিক বিবর্তনের ধারণা দাঁড়িয়ে আছে দ্বান্দ্বিক বস্তুবাদের ওপর।

প্রশ্ন-৪৫. উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘উদ্বৃত্ত মূল্য’ তত্ত্বের প্রবক্তা জার্মান অর্থনীতিবিদ ও দার্শনিক কার্ল মার্কস

প্রশ্ন-৪৬. ‘Das Kapital’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Das Kapital’ গ্রন্থের লেখক জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস।

প্রশ্ন-৪৭. সামাজিক ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস।” উক্তিটি কার?
উত্তর: “সামাজিক ইতিহাস মূলত শ্রেণি সংগ্রামের ইতিহাস।” উক্তিটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের।

প্রশ্ন-৪৮, দ্বান্দ্বিক বস্তুবাদ’ তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: দ্বান্দ্বিক বস্তুবাদ’ তত্ত্বটি কার্ল মার্কসের।

ম্যাক্স ওয়েবার

প্রশ্ন-৪৯. আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আধুনিক আমলাতন্ত্রের প্রবক্তা।

প্রশ্ন-৫০. ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু কোনটি?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে সামাজিক ক্রিয়া।

প্রশ্ন-৫১. কে সমাজবিজ্ঞানকে ‘Science of Action’ বলে অভিহিত করেছেন?
উত্তর: ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানকে ‘Science of Action’ বলে অভিহিত করেছেন।

প্রশ্ন-৫২. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেন কে?
উত্তর: ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করেন ম্যাক্স ওয়েবার।

প্রশ্ন-৫৩. The Protestant Ethic and The Spirit of Capitalism’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Protestant Ethic and The Spirit of Capitalism’ গ্রন্থের লেখক ম্যাক্স ওয়েবার।

আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *