রাহে বেলায়াত pdf

রাহে বেলায়াত pdf ডাউনলোড

রাহে বেলায়াত ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর লেখা ইসলামিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে রাহে বেলায়াত pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

রাহে বেলায়াত pdf এর কিছু অংশ

আরবী ( d91 2 ~ 5, 41 J) বিলায়াত, বেলায়াত বা ওয়ালায়াত অর্থ নৈকট্য, বন্ধুত্ব বা অভিভাবকত্ব (closeness, friendship, guardianship)। বেলায়াত’ অর্জ কারীকে ‘ওলী’ বা ‘ওয়ালী’ (341) বলা হয়। ওলী অর্থ নিকটবর্তী, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক ইত্যাদি। ওলী’ অর্থেরই আরেকটি সুপরিচিত শব্দ ‘মাওলা’ (3y)। মাওলা’ অর্থও অভিভাবক, বন্ধু, সঙ্গী ইত্যাদি (master, protector, friend, companion)। ইসলামী পরিভাষায় বেলায়াত’ ‘ওলী’ ও ‘মাওলা’ শব্দের বিভিন্ন প্রকারের ব্যবহার রয়েছে। উত্তরাধিকার আইনের পরিভাষায় ও রাজনৈতিক পরিভাষায় এ সকল শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত। তবে বেলায়াত বা ওলী শব্দদ্বয়। সর্বাধিক ব্যবহৃত (as a১) আল্লাহর বন্ধুত্ব ও (ast 3) আল্লাহর বন্ধু’ অর্থে। এ পুস্তকে আমরা ‘বেলায়াত’ বলতে এ অর্থই বুঝাচ্ছি।

আরবী তরীক’ বা ‘তরিকত’ শব্দের অর্থ রাস্তা বা পথ। ফার্সীতে এ অর্থে ‘রাহ’ শব্দটি ব্যবহৃত। আমরা এ পুস্তকে আল্লাহর বন্ধুত্ব লাভের পথ। সম্পর্কে আলােচনা করতে চাই। ওলীদের পরিচয় প্রদান করে আল্লাহ বলেন : “জেনে রাখ! নিশ্চয় আল্লাহর ওলীগণের কোনাে ভয় নেই এবং তাঁরা ত্তিাগ্রস্তও হবেন না- যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলেন বা তাকওয়ার পথ অনুসরণ করেন।”

ঈমান অর্থ তাওহীদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ, শিরক ও কুফর মুক্ত বিশ্বাস। “তাকওয়া” শব্দের অর্থ আত্মরক্ষা করা। যে কর্ম বা চিন্তা করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন সেসব কর্ম বচন্তা বর্জনের নাম তাকওয়া। মূলত সকল অরাম, নিষিদ্ধ ও পাপ বর্জনকে তাকওয়া বলা হয়। এথেকে আমরা বুঝতে পারি যে, প্রত্যেক মুসলিমই আল্লাহর ওলী।

রাহে বেলায়াত pdf ডাউনলোড


🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *