মুহাম্মাদ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার pdf

মুহাম্মাদ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার pdf ডাউনলোড

মুহাম্মাদ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার ড. মাজিদ আলী খান এর লেখা সীরাতে রাসুল ﷺ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে মুহাম্মাদ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

মুহাম্মাদ দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার pdf এর কিছু অংশ

ইসলাম; আল্লাহ তায়ালার নিকট একমাত্র গ্রহণযােগ্য জীবনব্যবস্থা, যার সূচনা হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবি আদম 1$ থেকে। তার পরে প্রেরিত নুহ, ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইউসুফ, মুসা, সােলায়মান ও ঈসা সহ সকল নবি-রাসূল এই একই তাওহিদবাদী ধর্ম ‘ইসলাম প্রচার করেছিলেন। আর মানুষকে ডেকেছিলেন এক আল্লাহ তায়ালার দিকে। যুগে যুগে পরিবর্তিত হয়ে অবশেষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি মুহাম্মাদ -এর ওপর অবতীর্ণ হয় আল কুরআন; যা ইসলামের পূর্ণাঙ্গ ও সর্বাধুনিক বিধান।

‘আজ আমি তােমাদের জন্য তােমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তােমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামকে তােমাদের জন্য দ্বীন হিসেবে মনােনীত করলাম। সূরা মায়েদা : ৩
 

অধিকাংশ নবিগণেরই আগমন ঘটেছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের বিস্তৃতি বর্তমান পারস্য (ইরান) থেকে শুরু করে মিশর পর্যন্ত। ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, আরব উপদ্বীপ, তুরস্ক (আনাতােলিয়া, এশিয়া মাইনর) ও ইরান মানচিত্রের অর্ধচন্দ্রাকার’ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা ছিল ইসলামের উর্বর ভূমি। ইতিহাসবিদগণ এ বিষয়ে একমত, এটিই হলাে মানবসভ্যতার আদি বাসস্থান। একে ঘিরেই পৃথিবীর আদি সভ্যতাগুলাের আবির্ভাব ঘটেছে। ঐতিহাসিকভাবেও মধ্যপ্রাচ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, মনুষ্যসভ্যতার যত প্রাচীন, আকর্ষণীয় ও স্থায়ী আবিষ্কার রয়েছে—সবই এ অঞ্চলের উপহার। অঞ্চলটি বিজ্ঞান, শিল্পকলা, দর্শন ও সাহিত্য ইত্যাদি বহু ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের মননে প্রােথিত করেছে। মধ্যপ্রাচ্যই পৃথিবীর একমাত্র অঞ্চল, যা মানবসভ্যতার ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছরের সমৃদ্ধ সভ্যতার স্মৃতি ধারণ করছে।

 

মেসােপটেমিয়ার (বর্তমান ইরাক) সুমেরীয় ও মিশরের হ্যামাইট জাতি নগরসভ্যতার প্রতিষ্ঠাতা। প্রাক-সেমিটিক সুমেরীয়দের সাংস্কৃতিক মূল্যবােধ, ধর্মীয় ও সামাজিক রীতিনীতি প্রভাব বিস্তার করেছিল দজলা-ফোরাত উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়েছিল আশপাশের অঞ্চলগুলােতেও। সেমিটিক ছাড়াও তারা অন্য আরেকটি ভাষায় কথা বলত। ধারণা করা হয়, এরা ভূমধ্যসাগরীয় ও ককেশীয়দের মিশ্র জাতি।

 
লম্বাটে মাথা ও অপেক্ষাকৃত কম উচ্চতার ভূমধ্যসাগরীয়রা আদিতে উত্তর আফ্রিকায় বাস করত, যারা হ্যামাইট নামে পরিচিত। ধারণা করা হয়, এরা নুহ -এর দ্বিতীয় সন্তান হামের বংশধর। পরবর্তী সময়ে ভূমধ্যসাগরীয়দের একাংশ ইউরােপের দক্ষিণাংশে প্রত্যাবর্তন করে। এরাই স্পেন, দক্ষিণ ফ্রান্স, ইতালি, পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ এমনকী ব্রিটেন ও জার্মানির অধিকাংশ মানুষের পূর্বপুরুষ। হ্যামাইটদের আরেক অংশ ‘বাব আল মানদিব’ হয়ে আরব উপদ্বীপে চলে আসে। পরিশেষে ‘অর্ধচন্দ্রাকার অঞ্চলে পৌছায়। এ সময় তারা এসব অঞ্চলের আদিবাসীদের সঙ্গে মিশে যায়। তারাই মূলত সুমেরীয়দের আদি পুরুষ।
 
আর্মেনীয়দের (যারা আলপাইন হিসেবেও পরিচিত) বৃহৎ ইন্দো-ইউরােপীয় গােষ্ঠীর (আর্য) বংশােদ্ভূত বলে মনে করা হয়। আর্যরা দেখতে গােলগাল মাথা, বলিষ্ঠ গড়ন ও মাঝারি উচ্চতার। এদের জন্মভূমি মধ্যে এশিয়া অথবা পশ্চিম এশিয়া; সম্ভবত উত্তর ককেশীয় শুষ্ক অঞ্চল। বহু পূর্বে ইন্দোইউরােপীয় জাতি দুটো বৃহৎ শাখায় বিভক্ত হয়েপড়ে। একটি শাখা পূর্ব ও মধ্য ইউরােপ হয়ে পশ্চিম দিকে চলে গেছে। গ্রিক, কেলটিক, জার্মান এবং খুব সম্ভবত স্ক্যান্ডিনেভিয়ানসহ আর্মেনীয় বা আলপাইন হিসেবে বিবেচিত সকল জাতির পূর্বপুরুষ এরাই। ইন্দো-ইউরােপীয়দের অন্য শাখাটি দক্ষিণ-পূর্ব দিকে চলে যায় এবং পারস্য মালভূমি অঞ্চলে বসতি গড়ে। এই গােষ্ঠীটিই প্রাচীন পারসিয়ান ও মেডাসদের পূর্বপুরুষ। এদের একটা অংশ সিন্ধু ও ভাগীরথী উপত্যকা হয়ে পর্বতাঞ্চল পেরিয়ে উত্তর ভারতে বসবাস শুরু করে। ঠিক একই সময়ে আর্মেনীয়দের একাংশ আনাতােলিয়া, সিরিয়া ও লেবানন হয়ে মধ্যপ্রাচ্যের অর্ধচন্দ্রাকার’ অঞ্চলে এসেছিল।
 
সেমিটিকরা নুহ -এর জ্যেষ্ঠপুত্র শাম-এর বংশােদ্ভূত। সেমিটিকদের মূল আবাস মানবজাতির অন্যতম আদি বাসস্থান আরব উপদ্বীপে। সেখান থেকে তারা ‘উর্বর অর্ধচন্দ্রাকার অঞ্চলের উত্তরে চলে যায়। সেমিটিকদের থেকে পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়া জাতিগােষ্ঠীর মধ্যে ব্যাবিলনীয়, আশুরীয়, লেবাননের ফিনিশীয়, সিরীয় ও হিব্রু ভাষাভাষী জাতিগােষ্ঠী অন্যতম। তবে আধুনিক ধারণামতে—সুমেরীয়, হেমাইট, সেমিটীয়রা জাতিগত পরিচয়ের পরিবর্তে ভাষাগত গােষ্ঠী হিসেবেই বেশি বিবেচিত। সেমিটীয় তাকেই বলা হয়—যিনি আরবি, আসিরীয় বা ব্যাবিলনীয়, আরামাইক বা সিরীয়, হিব্রু কিংবা ইথিওপীয় ইত্যাদি ভাষায় কথা বলেন। এসব ভাষার সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সবগুলােই সেমিটিক ভাষাগােষ্ঠীর অন্তর্ভুক্ত।
 

🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *