মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: “মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা’ পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি’ (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে।
স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প। আহ্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্বরক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
🔆🔆 সৃজনশীল প্রশ্ন: মাসি-পিসি
অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারােগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকাচালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।
এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো
মাসি-পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১. প্রশ্ন: মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছর বেঁচেছিলেন।
২. প্রশ্ন: মানিক বন্দ্যোপাধ্যায়র পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়র পিতৃপ্রদত্ত নাম হলাে প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়।
৩. প্রশ্ন: কার শাশুড়ি ননদ বাগের মতাে ছিল?
উত্তর: মাসি পিসি-ননদ বাঘের মতাে ছিল।
৪. প্রশ্ন: সালতি কী?
উত্তর: সালতি হলাে শালকাঠ নির্মিত বা তালকাটের সরু ডােঙা।
৫. প্রশ্ন: কে বাঘের মতাে ছিল?
উত্তর: মাসির শাশুড়ি-ননদ বাঘের মতাে ছিল।
৬. প্রশ্ন: কে সিঁথির সিঁদুর পর্যন্ত ঘােমটা টেনে দেয়?
উত্তর: আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘােমটা টানে।
৭. প্রশ্ন: মাসি-পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: মাসি-পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়।
৮. প্রশ্ন: মাসি-পিসি কীসের উপােস করছে?
উত্তর: মাসি-পিসি শুক্লপক্ষের একাদশীর উপােস করছে।
৯. প্রশ্ন: সােমত্ত শব্দের অর্থ কী?
উত্তর: সােমত্ত শব্দের অর্থ যৌবনপ্রাপ্ত।
১০. প্রশ্ন: চায়ের দোকানে কৈলাশের সাথে কার দেখা হয়েছিল?
উত্তর: চায়ের দোকানে কৈলাশের সাথে জগুর দেখা হয়েছিল।
১১. প্রশ্ন: মাসি-পিসি গল্পে কী গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে?
উত্তর: মাসি-পিসি গল্পে কাঠালগাছের ছায়ায় তিন চার জন ঘুপটি মেরে আছে।
১২. প্রশ্ন: আম্লাদির পরিবার কোন রােগে মারা যায়?
উত্তর: আহ্বাদির পরিবার কলেরনা রােগে মারা যায়।
১৩. প্রশ্ন: বজ্জাত হােক খুনে হােক জামাই তাে উক্তিটি কার?
উত্তর: বজ্জাত হােক,খুনে হােক, জামাই তাে- উক্তিটি মাসির।
১৪. প্রশ্ন: সালতি কী?
উত্তর: সালতি হলাে শালকাষ্ঠ নির্মিত বা তালকাঠের সরু ডােঙা বা নৌকা।
১৫. প্রশ্ন: কী উপলক্ষ্যে মাসি পিসি উপােস ছিল?
উত্তর: শুক্লপক্ষের একাদশী উপলক্ষ্যে মাসি পিসি উপােস ছিল।
১৬. প্রশ্ন: মানিক বন্দ্যেপাধ্যায়ােন কোন গল্প লিখে খ্যাতি অর্জন করেন?
উত্তর: মানিক বন্দ্যেপাধ্যায়ােন অতসী মামী গল্প লিখে খ্যাতি অর্জন করেন।
১৭. প্রশ্ন: পাঁশুটে শব্দের অর্থ কী? উত্তর: পাঁশুটে শব্দের অর্থ ছাইবর্ণবিশিষ্ট।
১৮. প্রশ্ন: কে মাসি পিসির অচেনা?
উত্তর: কানাইয়ের সাথে আসা মাথায় লাল পাগড়ি আঁটা লােকটা মাসি-পিসির অচেন।
১৯. প্রশ্ন: কাটারির কোপে গলা কাটি দুই একটার উক্তিটি কার?
উত্তর: কাটারির কোপে গলা কাটি দু-একটা-উক্তিটি পিসির।
২০. প্রশ্ন: আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তর: আহ্লাাদির স্বামীর নাম জগু।
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।