বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ pdf

বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ pdf ডাউনলোড

বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ ড. মাহবুব আলম এর লেখা মৎস্য চাষ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ pdf এর ভূমিকা

বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি চাষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবছর বিদেশে চিংড়ি রফতানি করে বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক টাকা আয় করে। এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলাে চিংড়ি চাষের বিশেষ উপযােগী স্থান।

চিংড়ি চাষ করতে হলে চাষীকে কিছু মৌলিক জ্ঞান থাকতে হয়। বিশেষ করে পােনা নির্বাচন, পালন এবং পুকুরে বা ঘেরে তার সঠিক পরিচর্যা। এ গ্রন্থে কেবল গলদাও বাগদা চিংড়ি আলােচনা করা হয় নি।

 সেই সাথে বাঘাচামা, বাঘারা, ডােরাকাটা, হরিণা, চামনা, মিঠাপানির চিংড়ি প্রভৃতিও আলােচনা করা হয়েছে। বাগদা ও গলদা চিংড়ি বিষয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে।

এ দুটি প্রজাতির চিংড়ির শরীর বৃত্তান্ত থেকে শুরু করে প্রজনন, পালন, পরিচর্যা সকল বিষয়ই বিস্তারিত তুলে ধরা হয়েছে।

চিংড়ি চাষীর জন্য এটি একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ- একথা আমি জোর দিয়ে বলতে পারি। অনেক দিন থেকেই এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার ইচ্ছে ছিল। সেটি আজ পরিপূর্ণতায় রূপ নিল। গ্রন্থটি মৎস্য চাষে সহায়তা করবে বলে আমি আশাবাদী।

বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ pdf এর কিছু অংশ

চিংড়ির প্রধান খাদ্য হলাে নানা ধরণের জলজ শ্যাওলা, ছােট প্রাণিকণা, আবর্জনা প্রভৃতি। পদউপাঙ্গের দাড়ার সাহায্যে চিংড়িরা খাদ্য ধরে ও মুখছিদ্রের সামনে নিয়ে আসে, ম্যাক্সিলিপেডের সাহায্যে খাদ্যদ্রব্য মুখগহ্বরের ম্যান্ডিবল বা চোয়ালে আনা হয় ঐ চোয়ালের সাহায্যে খাদ্যবস্তু টুকরা টুকরা ও হয় ও ব্রোমের সাহায্যে মুখগহ্বরের ভিতরে প্রবেশ করে।

গ্রাসনালীর সহায়তায় খাদ্যদ্রব্য পাকস্থলীতে আনা হয় যেখানে সেগুলাে চূর্ণবিচৰ্ণ হয় ও হেপাটোপ্যাংক্ৰিয়াস হতে পাচক রস এসে মেশে। পরে তরল খাদ্য মধ্য পৌষ্টিকনালীতে প্রবেশ করে।

মধ্য পৌষ্টিকনালীর অস্ত্রে তরল খাদ্যের মূল খাদ্যরস শােষিত হয় ও খাদ্যের অপাচ্য অংশ মলরূপে সাময়িকভাবে মলাশয়ে জমা থাকে ও পরে পায়ছিল দ্বারা তা শরীরের বাইরে নিক্ষিপ্ত হয়।

চিংড়ির রক্ত মূলত রক্তসর (Plasma) ও রক্তকণিকা (Blood Corpuscles) নিয়ে গঠিত হয়। রক্তের মাধ্যমেই দেহের বিপাকীয় খাদ্যরস ও অক্সিজেন দেহের কলায় পৌছায় ও সেখানে দৈহিক বিপাকের ফলে খাদ্য হতে শক্তি নির্গত হয়, তাই প্রাণীদেহে রক্ত সংবহনের গুরুত্ব অসামান্য। আমাদের ন্যায় চিংড়ির দেহের রক্ত লাল নয়।

🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

কপিরাইট সমস্যার কারণে অনেক সময় উপরের ডাউনলোড লিংক কাজ না ও করতে পারে। উপরের ডাউনলোড লিংক কাজ না করলে নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *