বিজ্ঞানের একশ মজার খেলা pdf

বিজ্ঞানের একশ মজার খেলা pdf ডাউনলোড

বিজ্ঞানের একশ মজার খেলা মুহম্মদ জাফর ইকবাল এর লেখা শিশু-কিশোর বই বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে বিজ্ঞানের একশ মজার খেলা pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

দুর্বিনীত বেলুন

তােমাদের যাদের ফুসফুসে জোর আছে তারা খুব সহজেই বেলুন ফুলাতে পায়। একটা বেলুন ছবিতে যেভাবে দেখানাে হয়েছে সেভাবে একটা বােতলের মাঝে লাগিয়ে ফুলানাের চেষ্টা কর দেখি! যতই চেষ্টা কর দেখবে তুমি বেলুনটা ফুলাতে পারবে না, কারণ এখন বেলুন ফুলাতে হলে একই সাথে বােতলের বাকী বাতাসকে সংকুচিত করতে হবে, তােমার ফুসফুসে সেই জোর নেই!

বিচিত্র বেলুন

বেলুনের গায়ে পিন ফুটালে সেটা সশব্দে ফেটে যায়। একটা বেলুনের উপর যদি খানিকটা টেপ খুব ভাল করে লাগিয়ে নাও, তারপর সেখানে পিন দিয়ে ফুটো কর বেলুনটা কিন্তু ফাটবে না। দেখবে পিনের ফুটো দিয়ে আস্তে আস্তে বাতাসটা বের হয়ে বেলুনটা চুপসে যাবে। বেলুন ফেটে যায় কারণ এমনিতে বাতাসের চাপে বেলুনটা খুব টান টান হয়ে থাকে, পিন দিয়ে ফুটো করলে মুহুর্ত্তে ফুটোটা বড় হয়ে সশব্দে ফেটে যায়। টেপ লাগিয়ে নিলে ফুটোটা বড় হতে পারে না, তাই না ফেটে ধীরে ধীরে ফুটো দিয়ে বাতাসটাকে বের হয়ে চুপসে যেতে হয়।

হতচ্ছরা কাগজ

একটা বােতলের মুখে পাতলা ছােট একটা কাগজ কুচিমুচি করে দলা পাকিয়ে রাখ। এখন চেষ্টা কর ফু দিয়ে কাগজটাকে বােতলের ভিতরে ঢুকাতে। যতই চেষ্টা কর তুমি কাগজটাকে ঢুকাতে পারবে না, বেশী চেষ্টা করলে উল্টো কাগজটা ছিটকে বের হয়ে আসবে! কারণটা খুব সহজ, বােতলটা বন্ধ বলে ফুঁ দিয়ে তুমি বােতলের ভিতরে বাতাসের কোন প্রবাহ তৈরী করতে পার না, উল্টো বাতাসের চাপটা একটু বাড়িয়ে দাও, যেটা কাগজটাকে ছিটকে বাইরে ফেলে দেয়।

দুই নলে বিপত্তি

মুখে নল লাগিয়ে তােমরা সবাই কখনাে না কখনাে কোন রকম পানীয় খেয়েছ। মুখে একটির বদলে দুটি নল লাগিয়ে খাওয়া আরাে সহজ। কিন্তু একটি পানীয়ের ভিতরে ডুবিয়ে আরেকটি বাইরে রেখে কখনাে চেষ্টা কহে কি? না করে থাকলে চেষ্টা করে দেখ কি মজা হয়!

ফানেল বল

একটা ফানেলে একটা পিংপং বল রেখে ফুঁ দিয়ে সেটা উপরে ভােলার চেষ্টা কর। দেখবে তুমি যতই চেষ্টা কর পিংপং বলটাকে তুমি নাড়াতে পারবে না। ফানেলের আকারের জননা বাতাসটা সবসময় ফানেলের গা ঘেষে বের হয়ে যাবে, তাই বলটার বিশেষ কিছু করা যায় না।

বিজ্ঞানের একশ মজার খেলা pdf ডাউনলোড



🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *