পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৩য় অধ্যায়: স্যার আইজ্যাক নিউটন গতির মৌলিক নীতিগুলােকে তিনটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। প্রাচীনকাল থেকেই গ্রহ নক্ষত্র সম্বন্ধে বিজ্ঞানীদের কৌতূহল অপরিসীম। কোপারনিকাস সর্বপ্রথম বলেন, সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। পরবর্তীকালে জার্মান বিজ্ঞানী কেপলার সূর্যের চারদিকে গ্রহগুলাের গতি সংক্রান্ত তিনটি সূত্র আবিষ্কার করেন।
এ সূত্রগুলাে বিশ্লেষণ করে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সূর্য ও গ্রহগুলাের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বলের প্রকৃতি নির্ণয় এবং একই সংগে এই বল পরিমাপের নিয়মও প্রতিষ্ঠা করেন। তার মতে, মহাবিশ্বে প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের নাম মহাকর্য। এ সম্পর্কিত সূত্রটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত।
পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৩য় অধ্যায়
সৃজনশীল ০১. ফারুক 10 kg ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমৰলে টেনে নিল। বাক্স ও মেয়ের মধ্যকার ঘর্ষণ বলের মান হলাে 1.5 N। বক্সটিকে টেনে নেওয়ায় এর ত্বরণ হলাে 0.8ms^2. এরপর বক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়ােগ করে টানা হলো।
ক, সাম্য বল কাকে বলে?
খ. খর্ষণ বল কেন উৎপন্ন হয়?
গ. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় কর।
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
সৃজনশীল ০২. সরলরৈখিক পথে গতিশীল 5 kg ভরের একটি বস্তু 5 m/s বােগে অপর আরেকটি বস্তুকে আঘাত কবে দ্বিতীয় বস্তুটির ভরবেগ 4kgm/s পরিমাণ পরিবর্তন করে। এ সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে।
ক. পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক?
খ. প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কী বোঝ?
গ. প্রথম বস্তুর শেষবেগ কত হবে?
ঘ. যখন ভরবেগের কোনাে পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় স্কুটি সম্পর্কে মন্তব্য কর।
সৃজনশীল ০৩. স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 kg ভরের একটি ট্রাক 0.2ms^2 সুষম ত্বরগে 60 s চলার পর 400 kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 ms^1 বেগে চলতে থাকে।
ক. পিছলানাে ঘর্ষণ কী?
খ. সাম্য ও অসাম্য বলের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।
ঘ. উপরােক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল ০৪. একটি বন্দুক থেকে 10 g ভরের একটি গুলি 600 ms^1 বেগে নির্গত হওয়ার সময় 2 ms^-1 বেগে পিছনে ধাক্কা দেয়।
ক. লঘিষ্ঠ গণন কী?
খ. স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে কী বুঝায়?
গ. বন্দুকটির ডর নির্ণয় কর।
ঘ. কী কী ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাখবেগের মান আরও কমানাে যায়? গাণিতিক যুক্তিসহ আলােচনা কর।
সৃজনশীল ০৫. 3.92 N ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়ােগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms^2 তরণে চলতে শুরু করে । ঘর্ষণ বল 0.5 N।
ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
খ. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন?
গ. গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত?
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্পায় মেঝেতে তুরপের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ন কর।
সৃজনশীল ০৬. 700 kg ভরের একটি গতিশীল ট্রাক 20 ms^1 বেগে 1300kg ভরের একটি থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে।
ক. জড়তা কী?
খ. গতির উপর ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা কর।
গ. ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় কর।
ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল ০৭. তানজুম 50 g ভরের একটি পাথরকে 60 m/s বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে।
ক. মাত্রা তাকে বলে?
খ. 10 N বল বলতে কী বােঝায়?
গ. পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4s এ এটি কত দূরত্ব অতিক্রম করে, তা নির্ণয় কর।
ঘ. 9 N বাধাদানকারী বল প্রয়ােগ করে পাথরটিকে 10 m দূরত্বে থামানাে সম্ভব হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল ০৮. একটি বালক ছাদ থেকে ঘুড়ি উড়ছিল। হঠাৎ বায়ু প্রবাহের পরিবর্তনের কারণে ঘুড়িটি একটি তারের সাথে আটকে ঝুলে রইল। বালকটি ঘুড়িটিকে তার থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য সুতাটি কেটে দিল। ফলে মুড়িটি মাটিতে পড়ে গেল।
ক. মৌলিক বল কাকে বলে?
খ. মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বলের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. ঘুড়িটি তারের সাথে ঝুলে থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ. ঘুড়িটির উপর ক্রিয়াশীল ফলসমূহ আলােচনা কর।
✅✅ অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
✅✅ অধ্যায় ২ : গতি
✅✅ অধ্যায় ৩ : বল
✅✅ অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
✅✅ অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
✅✅ অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
✅✅ অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
✅✅ অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
✅✅ অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
✅✅ অধ্যায় ১০ : স্থির তড়িৎ
✅✅ অধ্যায় ১১ : চল তড়িৎ
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন।