পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়: আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জামের প্রায় সবই তড়িতের সাহায্যে চলে। আমরা তড়িতের ওপর এতটাই নির্ভরশীল যে, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন কেমন হবে তা কল্পনাও করতে পারি না। তাই জীবনের প্রয়ােজনে বিদ্যুৎ কী, কীভাবে তা প্রবাহিত হয় তা ভালভাবে জানা দরকার। তবেই আমরা বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবাে।
বিভিন্ন বৈদ্যুতিক রাশি যেমন— বিদ্যুৎ প্রবাহমাত্রা, রােধ, তড়িচ্চালক শক্তি এবং বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের দিক, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, বিদ্যুৎ বর্তনী, ওহমের সূত্র, রােধের নির্ভরশীলতা, রােধের শ্রেণি ও সমান্তরাল সমবায় বিদ্যুৎ ক্ষমতার হিসাব, বিদ্যুতের নিরাপদ ও কার্যকর ব্যবহার ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ দরকার।
পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়
সৃজনশীল ০১: একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের দৈর্ঘ্য ও অর্থেদের ক্ষেত্রফল যথাক্রমে 20 cm এবং 2 x 10^-7 m^2. নাইক্রোমের আপেক্ষিক রােধ 100 x 10^-8 ওহম মিটার। নাইক্রোম তারটিকে একই দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপূন করা হলাে। তামার তারের আপেক্ষিক রােধ 1.7 x 100^-8 ওহম মিটার।
ক. রােধ কাকে বলে? পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়
খ. বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
গ. ব্যবহৃত তামার তারের রােধ নির্ণয় কর।
ঘ. তামার তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সৃজনশীল ০২: পড়ার সময় আলভি 220 V-100 W এর একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে অন্যদিকে তার ভাই আলিফ 220 V – 40 W একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘণ্টা করে ব্যবহার করে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 3.5 টাকা।
ক. ও’মের সূত্রটি লেখ। পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়
খ. নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের পরিবাহকের দৈর্ঘ্য 5 গুণ বড় করলে রােধের কী পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
গ. আলিফের বাতির প্রবাহমাত্রা নির্ণয় কর।
ঘ. আর্থিক দিক বিবেচনায় আলভি ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল ০৩: আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব পার্থক্য 220V. একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের বােধ 484 ওহম। বাল্বের গায়ে লেখা আছে 220 V – 100 W ।
ক অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও। পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়
খ. একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5 V বলতে কী বােঝায়?
গ. বাল্বটি সরবরাহ লাইনে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ। কত হবে?
ঘ. বাল্বের গায়ে লেখ্য 220 V – 100 W এর সত্যতা যাচাই এর জন্য একটি পরীক্ষণ প্রস্তাব কর।
সৃজনশীল ০৪: বৈদ্যুতিক সংযােগে ব্যবহৃত একটি তার C এর রােধকত্ব 1.7 x 10^-8 ওহম মিটার। তারটি 5m লম্বা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 7 x 10^-8 m^2।
ক.পরিবাহকত্ব কাকে বলে? পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ১১ অধ্যায়
খ. কোনাে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 40 w বলতে কী বুঝ?
গ. C তারটির রােধ কত হবে?
ঘ. তারটি 10 m সঘা হলে এর রােধের কোনাে পরিবর্তন হবে কি-না গাণিতিকভাবে দেখাও।
✅✅ অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
✅✅ অধ্যায় ২ : গতি
✅✅ অধ্যায় ৩ : বল
✅✅ অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
✅✅ অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
✅✅ অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
✅✅ অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
✅✅ অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
✅✅ অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
✅✅ অধ্যায় ১০ : স্থির তড়িৎ
✅✅ অধ্যায় ১১ : চল তড়িৎ
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন।