ধানচাষের প্রতিবেদন আলতাফ পারভেজ এর লেখা বাগান, ফুল ও ফল চাষ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে ধানচাষের প্রতিবেদন pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
ধানচাষের প্রতিবেদন pdf নিয়ে লেখকের কিছু কথা,
এই লেখায় ধান-চালের দাম নিয়ে কোন সমাধান খোঁজা হয়নি। এ বিষয়ে কোনাে প্রস্তাবও নেই। বরং চাষিরা ধান আবাদ করতে যেয়ে আবাদ পর্যায়ে এবং বিক্রি পর্যায়ে কী অবস্থায় পড়ছে সেটা বােঝার চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিক একটা ঘটনা এই উদ্যোগের প্রণােদনা হিসেবে কাজ করে।
২০১৯-এ বােরাে মওসুমে ধানের দাম নিয়ে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা নানাভাবে অভিযােগ তুলছিল। খুব বেশি সংগঠিত ছিল না ধানচাষিদের ঐ আন্দোলন । কিন্তু তখন সারা দেশের চাষিদের মাঝে একই অভিযােগের প্রতিধ্বনি দেখা যায়। খােলা দৃষ্টিতে মনে হচ্ছিল, ধান আবাদে দেশজুড়ে চাষিসমাজ একই ধাঁচের কিছু সমস্যায় পড়ছে। সঙ্গতকারণেই বিষয়টা বাড়তি অনুসন্ধান দাবি করে। তারই ফসল এই প্রতিবেদন। ধানচাষের প্রতিবেদন pdf
এই অনুসন্ধানের প্রাথমিক উপসংহার হলাে- ধান চাল নিয়ে সমস্যা কেবল দাম নয় । চাষিরা প্রত্যাশিত দাম পাচ্ছে না- সেটা সমস্যার একটা দিক। এই দিকটি বেশি প্রচারিত । কিন্তু ধানের আবাদ অতিরিক্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে ফসল ওঠার আগেই। সমস্যার শুরু সেখানে। সেই শুরুর পর্যায় নিয়ে জাতীয় মনযােগ কম লক্ষ্য করা যায় ।
ধান আবাদ ব্যয়বহুল হওয়ার মাঝে একটা কাঠামােগত চিত্র আছে। ফসল ওঠার আগে এবং ফসল ওঠার পর চাষিরা এমনভাবে বঞ্চনার শিকার হচ্ছে যা ইতােমধ্যে একটা কাঠামােগত রূপ নিয়েছে। ফলে ধান আবাদিদের সংকট কেবল দামজনিত নয় ।
ফসলের মওসুমে ধানের দাম বাড়ানাে নিয়ে জনপ্রিয় দাবি আছে। এর যৌক্তিকতাও আছে। তবে দাম কৃত্রিমভাবে বাড়ানাে আজকের বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওভাবে ধানচাষিদের সমস্যাবলীর পুরাে সমাধাও হবে না। ধানের বাজারের সঙ্গে চালের বাজারের যেমন গভীর সম্পর্ক রয়েছে তেমনি ধান আবাদে যুক্ত হয়ে আছে সার, বীজ, পানি, কৃষি যন্ত্রাংশের বড় আকারের অর্থনীতি । এই আন্তঃসম্পর্কের রাজনৈতিক-অর্থনীতি বােঝার গভীর প্রয়ােজন তৈরি হয়েছে আজ। চাষিসমাজের সমস্যা সম্পর্কে প্রচারমাধ্যমে এবং জাতীয়ভাবে দামজনিত যেসব ধারণা ও সহানুভূতি কাজ করে প্রকৃত সংকটটি তার চেয়েও গভীর এবং ব্যাপক। এটা একটা কাঠামােগত সংকট।
এই প্রতিবেদন চকিত পর্যবেক্ষণের মতাে। খাদ্য নিরাপত্তার স্বার্থে ধানচাষ ও চালের বাজার নিয়ে ব্যাপক অনুসন্ধান, আলােচনা এবং কাঠামােগত সংস্কার দরকার। সেই বিবেচনা থেকে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, বাংলাদেশ’ বর্তমান কাজে সহায়তা দিয়েছিল। মহামারির কারণে প্রতিবেদনের তাৎক্ষণিক প্রকাশ ও প্রচার সম্ভব হয়নি। তবে মাঠ পর্যায়ে পরিস্থিতির সামান্যই পাল্টিয়েছে। কিন্তু পাল্টানাে দরকার সকলের স্বার্থে।
ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড