তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: “তাহারেই পড়ে মনে” কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে মাসিক মােহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস।
বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনাে কারণে শােকাচ্ছন্ন কিংবা বেদনা-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে।
তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হােসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) কবির জীবনে প্রচ শূন্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষন্নতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। “তাহারেই পড়ে মনে” কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর।
তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষন্নতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যমতি যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়।
এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো
এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো
তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
১. প্রশ্ন: কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-কার কথা বলা হয়েছে?
উত্তর: কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।
২. প্রশ্ন: তাহারেই পড়ে মনে কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
৩. প্রশ্ন: মাঘের সন্ন্যাসী কোথঅয় চলে গিয়েছে?
উত্তর: মাঘের সন্ন্যাসী পুস্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
৪. প্রশ্ন: তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় মাসিক মােহাম্মদী পত্রিকায়।
৫. প্রশ্ন: তাহারেই পড়ে মনে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: তাহারেই পড়ে মনে কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মােহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়।
৬. প্রশ্ন: কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন।
৭. প্রশ্ন: কুহেলি শব্দের অর্থ কী?
উত্তর: কুহেলি শব্দের অর্থ কুয়াশা।
৮. প্রশ্ন: তাহারেই পড়ে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে?
উত্তর: তাহারেই পড়ে মনে কবিতাটি ১৯৩৫ সালে প্রকাশিত হয়েছে।
৯. প্রশ্ন: ঋতুর রাজন কী লাভ করেনি বলে কবির জিজ্ঞাসা?
উত্তর: ঋতুর রাজন পুষ্পরতি লাভ করেছে কিনা এটাই কবির জিজ্ঞাসা।
১০. প্রশ্ন: মাধবী শব্দের অর্থ কী?
উত্তর: মাধবী শব্দের অর্থ বাসন্তী লতা।
১১. প্রশ্ন: তাহারেই পড়ে মনে কবিতায় কতটি চরণ রয়েছে?
উত্তর: তাহারেই পড়ে মনে কবিতায় ত্রিশটি চরণ রয়েছে।
১২. প্রশ্ন: ইতল বিতল কোন ধরনের রচনা?
উত্তর: ইতল বিতল হলাে শিশুসাহিত্য।
১৩. প্রশ্ন: কবি সুফিয়া কামাল কী সম্ভাষণে ভূষিত হয়েছেন?
উত্তর: কবি সুফিয়া কামাল জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন।
১৪. প্রশ্ন: কুঁড়ি শব্দের অর্থ কী?
উত্তর: কুঁড়ি শব্দের অর্থ মুকুল বা অফোটা ফুল।
১৫. প্রশ্ন: সুফিয়া কামাল কতদূর পড়ালেখা করেছেন?
উত্তর: সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত।
১৬. প্রশ্ন: সৈয়দ নেহাল হােসেন কত সালে মৃত্যুবরণ করন?
উত্তর: সৈয়দ নেহাল হােসেন ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।