এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf

এইচএসসি পরীক্ষা রুটিন:প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষা ২০২৩ দরজায় কড়া নাড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবার তারিখ ঘোষণা করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৭ আগস্ট ২০২৩ থেকে এবং সমাপ্ত হবে আগামী 25 সেপ্টেম্বর ২০২৩ তারিখে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা ২০২৩ কে কেন্দ্র করে পূর্ব প্রস্তুতি হিসেবে পড়াশোনার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও সম্ভমান পরীক্ষা ২০২৩ রুটিন ও অন্যান্য নির্দেশিকা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এক নজরে জেনে নেই কি থাকছে এই আয়োজনে এইচএসসি পরীক্ষা ২০২৩ বিজ্ঞপ্তি। ২০২৩ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেভাবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা ফরম ফিলাপ। এইচএসসি পরীক্ষা ২০২৩ রুটিন। পরীক্ষা হলে কি কি নেওয়া যাবে। অন্যান্য নির্দেশিকা। কিছু বিশেষ নির্দেশিকা

এইচএসসি পরীক্ষা ২০২৩ বিজ্ঞপ্তি

পরীক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৮ জুন ২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা ২০২৩ রুটিন অনুযায়ী এই বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট ২০২৩ তারিখে এবং পরীক্ষা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। কাজেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অতি শীঘ্রই যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে চলো জেনে নেই উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ ফরম ফিলাপ রুটিন সহ যাবতীয় তথ্যাদি।

এইচএসসি পরীক্ষা ২০২৩ যেভাবে অনুষ্ঠিত হবে

তোমরা জানো যে করোনা মহামারীর পর থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শর্ট সিলেবাস এ অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছর অর্থাৎ ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এছাড়া প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০ অর্থাৎ প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের মধ্যে। প্রতিটি বিষয়ের পরীক্ষা দুটি অংশ অর্থাৎ নৈব্যক্তিক এবং সৃজনশীল হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবার সর্বমোট সময় থাকবে তিন ঘন্টা। প্রথমে নৈবিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অতঃপর সৃজনশীল পরীক্ষা হবে।
ক) ব্যবহারিক সম্বলিত নয় এমন সকল বিষয়ের ক্ষেত্রে নৈব্যক্তিক পরীক্ষার সময়সীমা ৩০ মিনিট এবং পরীক্ষার পূর্ণমান ৩০। নৈবিত্তিক অংশের পর সৃজনশীল অংশ অনুষ্ঠিত হবে যার সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট এবং পূর্ণমান ৭০। খ) ব্যবহারিক বিষয় সম্বলিত বিষয়গুলোর ক্ষেত্রে নৈবিত্তিক অংশের সময়সীমা ২৫ মিনিট এবং পূর্ণমান ২৫। সৃজনশীল অংশের সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট এবং পূর্ণমান ৫০।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা ২০২৩ ফরম ফিলাপ

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার সকল বোর্ডের জন্য ফরম ফিলাপ শুরু হবে। কাজেই দেরি না করে সবাইকে অতি শীঘ্রই পরীক্ষার জন্য ফরম ফিলাপ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গত বছরের মতো এবারও ঘরে বসেই শিক্ষার্থীরা তাদের ফরম ফিলাপ সম্পন্ন করতে পারবে। এজন্য প্রথমেই তাদেরকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে তথ্যাদি পূরণ করার মাধ্যমে ফরম ফিলাপ সম্পন্ন করতে হবে। ফরম ফিলাপ চলবে আগামী ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত। ফরম ফিলাপের ফি হিসেবে বিজ্ঞান বিভাগের জন্য ২৬৮০ টাকা এবং মানবিক ও ব্যবসায় বিভাগের জন্য ২১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবু যে সকল শিক্ষার্থী ১৭ জুলাই এর মধ্যে ফরম ফিলাপ করতে ব্যর্থ হবে তারা ২৪ জুলাই ২০২৩ এর মধ্যে একশত টাকা জরিমানা সহ ফরম ফিলাপ করতে পারবে।

পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে

প্রতিবছরই পরীক্ষার্থীদের অন্যতম একটি দুশ্চিন্তার বিষয় থাকে যে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে এবং কি কি নিয়ে যেতে পারবে না। এ বিষয়ে তোমাদের সার্বিক দুশ্চিন্তা দূর করতে শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হলে কি কি নিয়ে যেতে পারবে সে বিষয়ে একটি তালিকা তুলে ধরা হলো।

২০২৩ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীকে অবশ্যম্ভাবী ভাবে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া প্রয়োজনীয় কলম, পেন্সিল, জ্যামিতি বক্স পানির বোতল ইত্যাদি নিয়ে যেতে হবে।

পরীক্ষার হলে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে। এছাড়া হাত ঘড়ির ক্ষেত্রে অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারবে।

অন্যান্য যে কোন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা হলে বহন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত অন্যান্য লিখিত এবং অলিখিত কাগজ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না।

এইচএসসি পরীক্ষা ২০২৩ রুটিন

পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে রুটিনটি ভালোমতো দেখে নেওয়া অতি আবশ্যক। আর এই জন্যই আমাদের আজকের আয়োজনে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৩ এর বিস্তারিত রুটিন নিম্নে তুলে ধরা হলো। উক্ত রুটিনটি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত।

অন্যান্য নির্দেশিকা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণ কালীন সময়ে করণীয় নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। অতএব সকল পরীক্ষার্থী বন্ধুদেরকে পরীক্ষা হলে প্রবেশের পূর্বে উক্ত নির্দেশনা ভালো মতো জেনে নেওয়া একান্ত আবশ্যক। প্রথমত প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশের জন্য বলা হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য নিয়ত যে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর নিজ কলেজে অনুষ্ঠিত হবে না। সেক্ষেত্রে পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীকে তার নির্দিষ্ট পরীক্ষা হল সম্পর্কে অবগত হতে হবে। এবং পরীক্ষা শুরু হবার নির্দিষ্ট সময় পূর্বে পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়ত এইচএসসি পরীক্ষা ২০২৩ নির্দেশনা অনুযায়ী পরীক্ষার নৈবিত্তিক অংশ পূর্বে এবং সৃজনশীল অংশ পরে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরে কোন পরীক্ষার্থী আর পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে না। তৃতীয়ত সকল পরীক্ষার্থীকে উত্তর পড়তে সঠিকভাবে নিজেদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি তথ্যাদি সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সঠিকভাবে তথ্যাদি পূরণ করার পর বৃত্ত ভরাট করা আবশ্যক। চতুর্থত সকল পরীক্ষার্থী পরীক্ষা হলে যেকোনো অনৈতিক এবং অসৎ উপায় অবলম্বন করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

কিছু প্রয়োজনীয় নির্দেশনা

পরীক্ষার্থী বন্ধুরা আগামী মাসের শুরু হতে যাচ্ছে তোমাদের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা। ২০২৩ এইচএসসি পরীক্ষা কে কেন্দ্র করে আমাদের আজকের এই আয়োজনে প্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তবে পরীক্ষা কে সামনে রেখে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিতে চাই যা তোমাদের এইচএসসি পরীক্ষা ২০২৩ কে আরো গতিশীল করবে।

এইচএসসি পরীক্ষা এখন একদম ঘরের দোরগোড়ায়। কাজেই এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি হতে হবে আরো বেশি গতিশীল এবং বুদ্ধিদীপ্ত তাই পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে ধৈর্যের সাথে পড়াশোনা করতে হবে। এই অবস্থাতে অনর্থক সময় ব্যয় করা থেকে বিরত থাকাই ভালো। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খাওয়া দাওয়া এবং ঘুমের প্রতি বিশেষভাবে মনোযোগী হবে। আগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা ২০২৩ এ তোমাদের সফলতা কামনা করছি।

Scroll to Top