আউয়াল ওয়াক্তের পরিচয় pdf

আউয়াল ওয়াক্তের পরিচয় pdf Download

আউয়াল ওয়াক্তের পরিচয় জহুর বিন ওসমান এর লেখা ইসলামিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আউয়াল ওয়াক্তের পরিচয় pdf শেয়ার করা হবে। কথা না বাডিয়ে তাহলে চলুন শুরু করি।

আউয়াল ওয়াক্তের পরিচয় pdf এর ভূমিকা

বর্তমান বাংলাদেশে ও পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে বিভিন্ন ভাষায় সালাত আদায়ের পদ্ধতি বা নামায শিক্ষার উপর অসংখ্য বইপুস্তক লেখা হয়েছে, যা মুসলিম জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমার মতে ঐসব কিতাবপত্রে সালাত আদায়ের পদ্ধতি বিশদভাবে আলােচিত হলেও, আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের দিক নির্দেশনা বিস্তারিতভাবে আলােচনা করা হয়নি বলে আমি মনে করি।

বিধায় এ বিষয়টি আমার আকাঙ্খিত মনে। বারবার সাড়া দেয়। আমি এ নিয়ে অনেক চিন্তা গবেষণাও করেছি। ফলে আমার ক্ষুদ্র গবেষণায় যতটুক ধরা পরেছে তা পাঠকদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করেছি মাত্র। বর্তমান বাংলাদেশের মসজিদ জরিপ পরিসংখানে বলা হয়েছে যে, সারাদেশে প্রায় দুই লক্ষ মসজিদ রয়েছে।

বিজ্ঞ পাঠক! মসজিদের সংখ্যা যদি দুই লক্ষ হয় তবে-দুই লক্ষ। মসজিদে যে কত কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। তা একমাত্র আল্লাহতায়ালাই ভাল জানেন। এখন প্রশ্ন এসে যায় যে, আমরা অধিক সংখ্যক মুসলিম সালাত আদায় করি বটে কিন্তু আমরা সঠিক সময়ে বা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি ক’ জন?

আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে না পারলে দেরিতে আদায়কৃত সালাত আল্লাহর নিকট গৃহীত হবে কি? পৃথিবীর মুসলিম জাতির জন্য যত প্রকার সৎ আমল রয়েছে তন্মধ্যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে সর্বাত্তেম সৎ আমল। এজন্য চাই সদা-সর্বদা নিয়মানুবর্তিতা, যা সঠিক সময়ে সালাত আদায়ের মাধ্যমে মুসলিমগণ অর্জন করতে পারেন। এজন্য মহান আল্লাহ সূর্যের সাথে সালাতের সম্পর্ক করে দিয়েছেন।

এ বিষয়ে পবিত্র কুরআন ও সহীহ হাদীস সমূহে অনেক বর্ণনা রয়েছে। আউয়াল ওয়াক্তে সালাত বইটি পাঠ করলে পাঠক-পাঠিকাগণ তা অবশ্যই জানতে পারবেন। আরও জানতে পারবেন বাংলাদেশে প্রায় দুই লক্ষ মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতের সময়সূচি ও মহান আল্লাহর নির্ধারিত সালাতের সাথে রাসূল (সা.) ও তাঁর সাহাবীদের আউয়াল ওয়াক্তে সালাতের ব্যাপক গড়মিলের আলােচনা, সমালােচনা ও সমন্বয় সাধনের চেষ্টা।

তারপরও আমি বলবনা যে, আমার গ্রন্থখানি সর্বদিক বিবেচনায় সঠিক হয়েছে। কারণ মানুষ মাত্রই ভুলের উর্ধ্বে নয়, বিধায় আমি লেখক-আমারও ভুল-ভ্রান্তি হওয়া একান্তই স্বাভাবিক। এজন্য কোন সুহৃদয় পাঠক যদি ভুল সুধরে দেয়ার উদ্দেশ্যে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেন। তাহলে আমি পরবর্তী সংস্করণে সংশােধনের আশা রাখি ইনশাআল্লাহ।

আউয়াল ওয়াক্তের পরিচয় pdf Download


🔳 You Can Also Read: Quran Sharif pdf Download (আরবি উচ্চারন ও বাংলা অর্থ সহ)
🔳 You Can Also Read: স্টোরি অব বিগিনিং pdf ডাউনলোড
🔳 You Can Also Read: বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) pdf ডাউনলোড
🔳 You Can Also Read: নবি জীবনের গল্প pdf ডাউনলোড
🔳 You Can Also Read: রাহে বেলায়াত pdf ডাউনলোড


কিছু কথা, আমাদের সকল পিডিএফ ফ্রি। প্রকাশক না অন্য কারো ক্ষতির উদ্দেশ্যে আমরা কোন পিডিএফ শেয়ার করি না। সর্বত্র জ্ঞান ছড়িয়ে দেয়াই আমাদের একমাত্র উদ্দেশ্যে। এরপরও আমাদের শেয়ার করা কোন পিডিএফ বিষয়ে অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমারা ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ টি আমাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে ফেলবো।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। যে কোন ধরণের পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *